Suicide

ওজন নিয়ে কটূক্তি, খাওয়ায় কড়াকড়ি শাশুড়ির! বিয়ের পাঁচ মাস পর ‘আত্মঘাতী’ অন্তঃসত্ত্বা

শাশুড়ির অত্যাচারের জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন চেন্নাইয়ের ওই অন্তঃসত্ত্বা তরুণী। এই অভিযোগ করলেন তরুণীর বোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৭:০৩
Share:

প্রতীকী ছবি।

শাশুড়ির বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে ‘আত্মঘাতী’ হলেন অন্তঃসত্ত্বা এক তরুণী। তরুণীর বোনের অভিযোগ, ওজন বেশি হওয়ার জন্য দিদিকে সারা ক্ষণ কটূক্তি করতেন তাঁর শাশুড়ি। এমনকি, অন্তঃসত্ত্বা দিদির খাওয়ায় কড়াকড়িও শুরু করেছিলেন। শাশুড়ির এই অত্যাচারের জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন তাঁর দিদি। বিয়ের পাঁচ মাস পর ওই তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে শাশুড়ির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার বেলাচেরি এলাকায় তরুণীর বাপেরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে বেলাচেরিতে পৌঁছন পুলিশকর্মীরা। দেহের ময়নাতদন্তের পরই তরুণীর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

২৫ বছরের মৃতার বোনের দাবি, শাশুড়ির অত্যাচারের কথা একটি মেসেজে জানিয়েছিলেন তাঁর দিদি। ওজন নিয়ে কটূক্তির পাশাপাশি দিদির পোশাক নিয়েও নানা কথা শোনাতেন তাঁর শাশুড়ি। ওই মেসেজে শাশুড়িকে কাঠগড়ায় তুলে আত্মহনন করার কথা জানিয়েছিলেন তরুণী। মেসেজটি পাওয়ার পর বেলাচেরিতে ছুটে যান তরুণীর বোন। এর পর দিদি অস্বাভাকি মৃত্যুর খবর জানতে পারেন। বোনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement