Maharashtra Pregnant Woman Death

হাসপাতালের খোঁজে ছ’কিমি হাঁটলেন অন্তঃসত্ত্বা! গর্ভেই মৃত্যু সন্তানের, অ্যাম্বুল্যান্স আসতে আসতে মৃত্যু মায়েরও

মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আলদান্দি টোলা গ্রামের ঘটনা। মৃত মহিলা পেশায় আশাকর্মী ছিলেন। গ্রামে রাস্তা না-থাকায় হাসপাতালের উদ্দেশে অন্তঃসত্ত্বা অবস্থাতেই হাঁটতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১০:১৬
Share:

মহারাষ্ট্রে অন্তঃসত্ত্বা অবস্থায় হাঁটতে গিয়ে মৃত্যু মহিলার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গ্রামে কোনও হাসপাতাল নেই। ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের খোঁজ করতে হলেও কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। গ্রামের রাস্তা খারাপ থাকায় গাড়ি চলে না। অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে হাসপাতালে পৌঁছোনোর আগেই মৃত্যু হল এক মহিলার। বাঁচানো গেল না তাঁর গর্ভের সন্তানকেও।

Advertisement

মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আলদান্দি টোলা গ্রামের ঘটনা। মৃত মহিলার নাম আশা সন্তোষ কিরাঙ্গা (২৪)। তিনি পেশায় আশাকর্মী ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় হেঁটে হেঁটে হাসপাতালে যেতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর।

পরিবার সূত্রে খবর, মহিলা ন’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের গ্রামে কোনও রাস্তা নেই। তাই কোনও গাড়ি গ্রাম পর্যন্ত যায় না। গ্রামে নেই চিকিৎসা বা সন্তান প্রসবের বন্দোবস্তও। তাই বাধ্য হয়ে গত ১ জানুয়ারি হাসপাতালের উদ্দেশে হাঁটতে শুরু করেন মহিলা। প্রায় ছ’কিলোমিটার হাঁটার পর তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। অ্যাম্বুল্যান্স ডাকা হয়েছিল। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতাল থেকে পরে জানানো হয়, মহিলার গর্ভে সন্তানের মৃত্যু হয়েছিল আগেই। অতিরিক্ত রক্তচাপের কারণে মায়েরও মৃত্যু হয়েছে। ভারী শরীর নিয়ে দীর্ঘ পথ হাঁটার কারণেই এই পরিণতি বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকেরা।

Advertisement

গড়চিরৌলি জেলা স্বাস্থ্য আধিকারিক প্রতাপ শিন্ডে জানিয়েছেন, চেষ্টা করেও মহিলাকে বাঁচানো যায়নি। ঘটনার বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট তালুকের স্বাস্থ্য আধিকারিকের কাছে চেয়ে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement