পথে গর্ভস্থ সন্তান হারালেন ভোট-জয়ী

প্রসব বেদনা চরমে ওঠায় সেখানকার চিকিৎসকরা তাঁকে লখিমপুর হাসাপাতালে ‘রেফার’ করেন। গাড়ি ভাড়া করে নিরুমাইদেবীকে লখিমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা যতক্ষণে তাঁর প্রসব করান, ততক্ষণে গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ০৫:০২
Share:

প্রতীকী ছবি।

বিপুল ভোটে জিতলেন মা। কিন্তু হারালেন গর্ভের সন্তানকে। এর ফলে কাঠগড়ায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্বাচনী কেন্দ্র, মাজুলির পথঘাট। অতীতেও মাজুলি-লখিমপুরের রাস্তায় মহিলাদের প্রসবের ঘটনা বহুবারই ঘটেছে। কারও সদ্যোজাত বেঁচেছে। কারও বাঁচেনি। এ বার সরাসরি বিজেপি প্রার্থীই সেই দুর্ভাগ্যের শিকার হলেন।

Advertisement

পঞ্চায়েত ভোটে মাজুলিতে বিজেপির জয়জয়কার। দক্ষিণ মাজুলির আহতগুড়ি গ্রাম পঞ্চায়েতের কঙ্কুর-শালপোনা ওয়ার্ডে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন নিরুমাই পেগু। ভোট গণনা হচ্ছিল গড়মূরে। বিজেপি কর্মীরা খবর দিয়েছিলেন, ফল ঘোষণার সময় প্রার্থীকে হাজির থাকতেই হবে। সেই মতো, ন’মাসের অন্তঃসত্ত্বা নিরুমাই দেবী দেরগাঁও, যোরহাট হয়ে মঙ্গলবার গড়মূড়ে পৌঁছন। কিন্তু খারাপ রাস্তার ধকলে নিরুমাইদেবীর প্রসব বেদনা শুরু হয়। উপায়ান্তর না দেখে গত কাল তাঁর স্বামী দীপেন পেগু স্ত্রীকে গড়মূর মহকুমা হাসপাতালে ‌ভর্তি করান। পরিবারের অভিযোগ, হাসপাতালে তেমন চিকিৎসাই পাননি নিরুমাইদেবী। প্রসব বেদনা চরমে ওঠায় সেখানকার চিকিৎসকরা তাঁকে লখিমপুর হাসাপাতালে ‘রেফার’ করেন। গাড়ি ভাড়া করে নিরুমাইদেবীকে লখিমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা যতক্ষণে তাঁর প্রসব করান, ততক্ষণে গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের একাংশের মতে, দফায় দফায় রাস্তার প্রবল ঝাঁকুনিতেই এই বিপত্তি। সন্তানকে হারিয়ে মা যখন কান্নায় ভেঙে পড়েছেন, তখনই আহতগুড়ি থেকে খবর আসে—বিজেপি প্রার্থী নিরুমাইদেবী বিপুল ভোটে জয়ী হয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন