Rafale Fighter Jet

পরনে সামরিক পোশাক, দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফাল যুদ্ধবিমানে দ্রৌপদী মুর্মু!

সামরিক পোশাক এবং চোখে সানগ্লাস পরে রাফালের পাইলটের সঙ্গে ছবি তোলেন মুর্মু। ১১টা ২৭ মিনিটে তাঁকে নিয়ে উড়ে যায় একটি রাফাল। বিমানের ভিতরে বসে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় রাষ্ট্রপতিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:১০
Share:

বায়ুসেনা ঘাঁটিতে রাফালের সামনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার পঞ্জাবের অম্বালায়। ছবি: পিটিআই।

দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার হরিয়ানার অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে যান তিনি। সামরিক পোশাক পরেই রাফাল যুদ্ধবিমানে উঠতে দেখা যায় তাঁকে। অন্য একটি যুদ্ধবিমানে সওয়ার হন বায়ুসেনা প্রধান এপি সিংহ।

Advertisement

সামরিক পোশাক এবং চোখে সানগ্লাস পরে রাফালের পাইলটের সঙ্গে ছবি তোলেন মুর্মু। তাঁর হাতে ধরা ছিল হেলমেট। বেলা ১১টা ২৭ মিনিটে তাঁকে নিয়ে উড়ে যায় একটি রাফাল। বিমানের ভিতরে বসে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় রাষ্ট্রপতিকে।

প্রসঙ্গত, পদাধিকারবলে রাষ্ট্রপতি ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে অসমের তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন মুর্মু। তার আগেই অবশ্য মুর্মুর দুই পূর্বসূরি এপিজে আব্দুল কালাম এবং প্রতিভা পাটিল ওই যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন। প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফালের যাত্রী হলেন মুর্মু।

Advertisement

বিশ্বের প্রথম সারির অতি উন্নত যুদ্ধবিমান হিসাবে খ্যাতি রয়েছে রাফালের। এটির প্রস্তুতকারক সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন। ‘অপারেশন সিঁদুর’-এর এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ফ্রান্সের কাছ থেকে এর আগে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলি ব্যবহার করছে বায়ুসেনা। সম্প্রতি ৬৩ হাজার কোটি টাকা দিয়ে ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement