India-US Trade Deal

সবচেয়ে সুদর্শন মানুষ! এ বার মোদীর রূপেরও প্রশংসায় ট্রাম্প, মুখ খুললেন ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে

এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রূপেরও প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, “(মোদী) সবচেয়ে সুদর্শন লোক।” এ-ও জানালেন যে, প্রধানমন্ত্রী মোদীকে তিনি সম্মান করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১১:৩৩
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রূপেরও প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, “(মোদী) সবচেয়ে সুদর্শন লোক।” এ-ও জানালেন যে, প্রধানমন্ত্রী মোদীকে তিনি সম্মান করেন। তার পরেই ট্রাম্পের ঘোষণা, “আমরা ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চলেছি।”

Advertisement

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির অর্থনৈতিক বোঝাপড়া সংক্রান্ত গোষ্ঠী এপিইসি-র বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন ট্রাম্প। সে দেশের গিয়োনজু শহরে এপিইসি-র সিইও পর্যায়ের বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করব। আমার প্রধানমন্ত্রী মোদীর প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমাদের মধ্য দারুণ সম্পর্ক রয়েছে।”

মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ভারতের প্রধানমন্ত্রী দর কষাকষিতে দুর্দান্ত। তা সত্ত্বেও তাঁরা ‘লড়াই’ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। বিষয়টি খোলসা না-করলেও মনে করা হচ্ছে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে দু’পক্ষের সমঝোতার দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন তিনি।

Advertisement

ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। সেই সময়ই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি হওয়ার কথা জানান দুই রাষ্ট্রপ্রধান। তবে সেই চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। বরং রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতের অধিকাংশ পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। সম্প্রতি অবশ্য ট্রাম্প একাধিক বার দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমাবে ভারত, এমনই আশ্বস্ত করেছেন মোদী। যদিও এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement