কেদারে আজ রাষ্ট্রপতি

কেদারনাথে এ বার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে জানানো হয়েছে, বুধবার সকালে দিল্লি থেকে বেরিয়ে কেদারনাথে দর্শন সেরে বিকেলেই দিল্লি ফিরবেন প্রণববাবু।

Advertisement
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৮:৫০
Share:

কেদারনাথে এ বার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে জানানো হয়েছে, বুধবার সকালে দিল্লি থেকে বেরিয়ে কেদারনাথে দর্শন সেরে বিকেলেই দিল্লি ফিরবেন প্রণববাবু। এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে উত্তরাখণ্ড প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। হরিশ রাওয়াত সরকারের আশা, তিন বছর আগে হড়পা বানে বিপর্যয়ের পরে পর্যটন শিল্পে যে মন্দা দশা শুরু হয়েছে, এ বার তার পরিবর্তন হবে। কেদার মন্দির চত্বরে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন প্রণববাবু। রাষ্ট্রপতির সরকারি বিমান নামার কথা জলি গ্র্যান্ট এয়ারপোর্টে। তাঁকে স্বাগত জানাবেন রাজ্যপাল কে কে পল। বিমানবন্দর থেকে কপ্টারে কেদারনাথে যাবেন রাষ্ট্রপতি। সে জন্য কেদারনাথ মন্দিরের পিছনে বানানো হয়েছে হেলিপ্যাড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement