Karnataka Assembly Election 2023

ভোট চুরি: চার্জশিট বিজেপি নেতার বিরুদ্ধে

কর্নাটক পুলিশের অভিযোগ, বিধানসভা ভোটের সময়ে আলন্দ বিধানসভা কেন্দ্রে ৫,৯৯৪ জন ভোটারের নাম তালিকা থেকে সরানোর চেষ্টা করেছিল বিজেপি। প্রাক্তন বিধায়ক সুভাষ গুট্টেদার, তাঁর ছেলে হর্ষানন্দ, বিধায়কের ব্যক্তিগত সচিব ত্রিপারেন্দ্র-সহ আরও কয়েক জনের নাম রয়েছে চার্জশিটে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৪১
Share:

—প্রতীকী চিত্র।

কর্নাটকের ২০২৩ সালের বিধানসভা ভোটের সময়ে ভোট চুরির মামলায় এক প্রাক্তন বিজেপি বিধায়ক-সহ সাত জনকে চার্জশিট দিল পুলিশ। বেঙ্গালুরুর ফার্স্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট পেশ করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)।

কর্নাটক পুলিশের অভিযোগ, বিধানসভা ভোটের সময়ে আলন্দ বিধানসভা কেন্দ্রে ৫,৯৯৪ জন ভোটারের নাম তালিকা থেকে সরানোর চেষ্টা করেছিল বিজেপি। প্রাক্তন বিধায়ক সুভাষ গুট্টেদার, তাঁর ছেলে হর্ষানন্দ, বিধায়কের ব্যক্তিগত সচিব ত্রিপারেন্দ্র-সহ আরও কয়েক জনের নাম রয়েছে চার্জশিটে। অভিযুক্তদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বাপী আদিয়া নামে এক যুবকের নামও রয়েছে।

পুলিশের অভিযোগ, বাপী ওটিপি ছাড়াই নির্বাচন কমিশনের অনলাইন পরিষেবার নাগাল পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। তাকেই এই মামলায় প্রথমে গ্রেফতার করা হয়। পরে সে জামিন পায়। পরে আগাম জামিন পান গুট্টেদার, তাঁর ছেলে ও গুট্টেদারের ব্যক্তিগত সচিব।

বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগের প্রমাণ হিসেবে সেপ্টেম্বর মাসে আলন্দ বিধানসভা কেন্দ্রের কথা তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, ওই কেন্দ্রে ব্যাপক হারে ভোটারদের নাম সরানো হয়েছিল। কমিশন দাবি করে, রাহুলের অভিযোগ ভুল। আজ চার্জশিট পেশের পরে কর্নাটকের কংগ্রেস সরকারের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, ‘‘এটা বাস্তব। লুকোনোর কিছু নেই। বুধবার বিধানসভায় এ নিয়ে আলোচনা চান বিধায়কেরা। রাহুলের কথা মেনে আমরা বৈধ ভোটব্যাঙ্ক চাই।’’ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী বলেন, ‘‘যে কেউ এফআইআর করতে পারেন, কিন্তু কোর্ট শেষসিদ্ধান্ত নেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন