Lionel Messi in Kolkata

মাঠ ও গ্যালারি ঘুরে দেখলেন তদন্ত কমিটির সদস্যেরা, হল ভিডিয়োগ্রাফিও, যুবভারতীতে দীর্ঘ বৈঠক

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী স্টেডিয়ামে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই কমিটির সদস্যেরা তৎপর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪৮
Share:

সল্টলেকে বিধাননগর মহকুমা আদালতের সামনে পুলিশি নিরাপত্তা। রবিবার সকালে। —নিজস্ব চিত্র।

সারকথা
লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী স্টেডিয়ামে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়া, মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ কমিটিতে রয়েছেন। রবিবার সকাল থেকে তাঁরা তৎপর। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে সকাল সকাল পৌঁছে গিয়েছেন যুবভারতীতে। এই ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। তাঁকে আদালতে হাজির করানো হবে রবিবারই।
না-জানলেই নয়
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৮ key status

কী বললেন তদন্ত কমিটির সদস্যেরা

বৈঠক শেষে যুবভারতী থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তদন্ত কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। তিনি বলেন, ‘‘আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। এখন তদন্ত প্রাথমিক পর্যায়ে। তাই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমি সরকারের লোক নই। যা দেখেছি, তদন্তে যা পাব, রিপোর্টে তা বিশদে বলা থাকবে। আমরা তদন্ত করছি। বিষয়টি বোঝার চেষ্টা করছি। আমাদের কাজ করতে দিন।’’


শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৪:০২ key status

মাঠে অবসরপ্রাপ্ত বিচারপতিও

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি যুবভারতীর ঘটনার তদন্ত করছে। রবিবার সকালেই অসীম মাঠে পৌঁছে যান। তিনি মাঠ ও গ্যালারির বেশ কিছু জায়গা ঘুরে দেখেন। তারও ভিডিয়োগ্রাফি হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৪:০১ key status

বৈঠক চলছে

যুবভারতীতে তদন্ত কমিটির বৈঠক চলছে। রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৩:২০ key status

সাংবাদিক বৈঠকে রাজ্যপাল

যুবভারতী পরিদর্শন করে সাংবাদিক বৈঠক করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাস্থলে গিয়ে তিনি যা দেখেছেন, তা নিয়ে একটি রিপোর্ট প্রস্তুত করবেন এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কী কী করা দরকার, রাজ্য সরকারকে তার পরামর্শ দেবেন।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৩:১৭ key status

জামিন খারিজ

মেসিকে কলকাতায় নিয়ে আসা সেই শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ করে দিল বিধাননগর মহকুমা আদালত। ১৪ দিনের জন্য তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:৪৩ key status

রাজ্যপাল যুবভারতীতে

যুবভারতীতে পৌঁছোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখছেন তিনি। এর আগে শনিবার সন্ধ্যায় এক বার যুবভারতীতে এসেছিলেন রাজ্যপাল। দরজা বন্ধ থাকায় তাঁকে ফিরে যেতে হয়।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:৪২ key status

আদালতে আনা হল শতদ্রুকে

বিধাননগর মহকুমা আদালতে নিয়ে আসা হল শতদ্রু দত্তকে। তাঁকে দেখে বাইরে থেকে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়।

আদালত চত্বরে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:১৪ key status

কমিটির ভিডিয়োগ্রাফি

মেসি যে পথে যুবভারতীতে ঢুকেছিলেন, সেই পথ দিয়ে কমিটির সদস্যেরাও যুবভারতীতে ঢোকেন। ঘটনাস্থলের ভিডিয়োগ্রাফি করেছেন তাঁরা।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:০০ key status

স্টেডিয়ামে যাবেন রাজ্যপালও

যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেলা ১২টার পর তিনি রাজভবন থেকে সল্টলেকের উদ্দেশে রওনা দেবেন।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৫৯ key status

আট ধারায় মামলা

যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে বিধাননগর পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার অন্তত আটটি ধারায় মামলা রুজু করা হয়েছে। কলকাতা থেকে মেসির সঙ্গে হায়দরাবাদে উড়ে যাওয়ার কথা ছিল শতদ্রুর। যুবভারতী থেকে তিনি বিমানবন্দরে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেফতার করে।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪ key status

ময়ূখ ভবনে আঁটসাঁট নিরাপত্তা

মেসি সফরের প্রধান উদ্যোক্তা ধৃত শতদ্রু দত্তকে রবিবারই বিধাননগর মহকুমা আদালতে হাজির করাবে বিধাননগর পুলিশ। সেই উপলক্ষে সল্টলেকের ময়ূখ ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিধাননগর মহকুমা আদালতের সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪৩ key status

যুবভারতীতে তদন্ত কমিটি

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার সকাল সকাল পৌঁছে গেলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও। ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement