India-UK Free Trade Agreement

বিলেতি হুইস্কির দাম কমছে ভারতে! ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির ‘সুফল’, কতটা সস্তা হতে পারে মদ

ব্রিটেন থেকে যে সমস্ত হুইস্কি ভারতে আমদানি করা হয়, তার উপর ১৫০ শতাংশ কর নেওয়া হত এত দিন। চলতি মাসের শুরুতেই ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ২২:৩৮
Share:

ব্রিটেনের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তির ফলে বিলেতি হুইস্কির দাম কমছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিলেতি মদের দাম কমতে চলেছে ভারতে। কারণ, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ) ফলে বিলেতি মদের উপরে শুল্কের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ব্রিটেন থেকে মদ আমদানির খরচ কমেছে। ভারতের খুচরো বাজারেও তাই শীঘ্রই স্কচ হুইস্কির দাম কমতে চলেছে, জানালেন পেরনড রিকার্ড ইন্ডিয়ার (পিআরআই) মুখপাত্র। ফ্রান্সের জনপ্রিয় স্কচ হুইস্কি প্রস্তুতকারক সংস্থা পেরনড রিকার্ড। ভারতে তাদের শাখা সংগঠন পিআরআই।

Advertisement

চলতি মাসের শুরুতেই ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্রিটেন থেকে যে সমস্ত হুইস্কি ভারতে আমদানি করা হয়, তার উপর ১৫০ শতাংশ কর নেওয়া হত এত দিন। এফটিএ-র পর করের পরিমাণ কমিয়ে আনা হয়েছে ৭৫ শতাংশে। পিআরআইয়ের মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘এফটিএ-র ফলে উন্নত মানের স্কচ হুইস্কিগুলির প্রতিযোগিতামূলক মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আমদানি শুল্ক কমেছে। ফলে বেশির ভাগ রাজ্যেই খুচরো বাজারে এই মদের দাম কমতে চলেছে।’’ এই পদক্ষেপকে ব্যবসায়ী এবং ক্রেতা— উভয়ের জন্যই ‘ইতিবাচক’ বলে মনে করছে পিআরআই। শুল্ক কমে যাওয়ার ফলে বিলেত থেকে আমদানিকৃত স্কচ হুইস্কির দাম সাধারণের সাধ্যের কাছাকাছি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন কর্তৃপক্ষ। আরও বেশি সংখ্যক মানুষ যাতে এই মদ কিনতে পারেন, সে কথা মাথায় রেখে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা হচ্ছে।

পিআরআই জানিয়েছে, ভারত-ব্রিটেনের মুক্ত বাণিজ্যচুক্তির বিস্তারিত বিবরণ সরকারি ভাবে এখনও তারা হাতে পায়নি। তবে ভারতে প্রস্তুত বিদেশি মদের উপর এর তেমন কোনও প্রভাব পড়বে না। পিআরআই মুখপাত্র বলেন, ‘‘দাম কমার ফলে ভারতীয় গ্রাহকেরা উপকৃত হবেন ঠিকই, কিন্তু ভারতে তৈরি বিদেশি মদের দামে এর তেমন প্রভাব পড়বে না। সেগুলি এমনিতেই কম দামে বিক্রি হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement