পরমাণু ক্ষেপণাস্ত্র পৃথ্বী ২-এর সফল উৎক্ষেপণ

ওড়িশা উপকূলে চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে আজ, ফের পরমাণু অস্ত্র বহনকারী ‘পৃথ্বী-২’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হল। ভারতের এই সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রটি ২৫০ থেকে ৩৫০ কিলোমিটার দূরে শত্রু পক্ষের ঘাঁটিতে গিয়ে পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ১৩:৪৫
Share:

ওড়িশা উপকূলে চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে আজ, ফের পরমাণু অস্ত্র বহনকারী ‘পৃথ্বী-২’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হল।

Advertisement

ভারতের এই সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রটি ২৫০ থেকে ৩৫০ কিলোমিটার দূরে শত্রু পক্ষের ঘাঁটিতে গিয়ে পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে। সাড়ে আট মিটার লম্বা ও চার হাজার ছ’শো কিলোগ্রাম ওজনের ক্ষেপণাস্ত্রটি বহন করতে পারে পাঁচশো কিলোগ্রামের পরমাণু অস্ত্র। এটিকে চালানো হয় তরল জ্বালানিতে। ভারতীয় বিমান বাহিনীর বানানো ওই ক্ষেপণাস্ত্রটির প্রথম সফল উৎক্ষেপণ হয়েছিল ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি। তার পর ২০০৪ সাল পর্যন্ত ওই ক্ষেপণাস্ত্রটিকে ধাপে ধাপে উন্নত করা হয়। বহু দূর থেকে নিখুঁত ভাবে শত্রু পক্ষের ঘাঁটি চিনে নিতে ও তার ওপর আঘাত হানতে সর্বাধুনিক ‘ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম’ রয়েছে এই ভারতীয় ক্ষেপণাস্ত্রে। এই ক্ষেপণাস্ত্রটি শত্রু পক্ষের অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও নজর এড়িয়ে যেতে পারে। সরকারি ভাবে এই ক্ষেপণাস্ত্রটি ভারতীয় বিমান বাহিনীর হাতে এসেছে ২০০৩ সালে।

পড়ুন--পৃথ্বী-২-এর বিশেষত্ব কী কী

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement