CBSE

College Admission: সিবিএসই: ফলপ্রকাশের আগেই ভর্তির আবেদন

এত দেরিতে ফল প্রকাশিত হলে তাঁরা কলেজে আবেদনের সুযোগ পাবেন না বলে আগেই প্রতিবাদ করেন ওই পরীক্ষার্থীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ০৭:৪৩
Share:

প্রতীকী চিত্র।

অতিমারির দরুন এ বছর অন্যান্য বোর্ডের মতোই সিবিএসই দ্বাদশের নিয়মিত পরীক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন হলেও প্রাইভেট ও কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা দিতে হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির প্রাইভেট ও কম্পার্টমেন্টাল পাওয়া ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল বেরোনোর আগেই কলেজে বা উচ্চশিক্ষার অন্যান্য পাঠ্যক্রমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

নিয়মিত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মূল্যায়নের ব্যবস্থা হলেও প্রাইভেট ও কম্পার্টমেন্টাল পাওয়া পড়ুয়াদের লিখিত পরীক্ষা দেওয়ার কারণ হিসেবে সিবিএসই বোর্ড জানিয়েছিল, ওই পড়ুয়ারা যে-হেতু আগে পাশ করেননি, তাই বিকল্প পদ্ধতিতে তাঁদের মূল্যায়ন করার মতো তথ্য স্কুলগুলির কাছে ছিল না। সেই অনুসারে ২৫ অগস্ট তাঁদের লিখিত পরীক্ষা শুরু হয়েছে, তা চলবে আজ, বুধবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত। ফল বেরোনোর কথা ৩০ সেপ্টেম্বর।

এত দেরিতে ফল প্রকাশিত হলে তাঁরা কলেজে আবেদনের সুযোগ পাবেন না বলে আগেই প্রতিবাদ করেন ওই পরীক্ষার্থীরা। কারণ, নিয়মিত পরীক্ষার্থীদের ফল বেরিয়ে গেলে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অথচ তাঁদের অপেক্ষা করতে হবে দেরিতে হওয়া পরীক্ষার ফল বেরোনো পর্যন্ত। সিবিএসই জানিয়েছিল, তাঁদের লিখিত পরীক্ষার ফলও যত দ্রুত সম্ভব প্রকাশ হবে। যদিও তা এখনও হয়নি।

Advertisement

ওই পরীক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করেই সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, তাঁরা কলেজ বা অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পছন্দের বিষয়ে ‘প্রভিশনাল অ্যাডমিশন’ বা অস্থায়ী ভাবে ভর্তির বন্দোবস্ত করে রাখতে পারবেন। ফলপ্রকাশের এক সপ্তাহের মধ্যে সেই কলেজ বা প্রতিষ্ঠানে নিজেদের মার্কশিট জমা দিতে হবে। সেই নম্বরের ভিত্তিতেই তাঁরা স্থায়ী ভাবে ভর্তি হতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন