UPSC Aspirant Murder

ইউপিএসসি পরীক্ষার্থীকে হত্যা: নিহতের ফ্ল্যাটে উদ্ধার হার্ডডিস্কে ১৫ জনের বেশি মহিলার গোপন ছবি, ভিডিয়ো!

পুলিশ সূত্রে খবর, জেরায় অমৃতা দাবি করেছেন, তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মুছে দিতে বলেছিলেন রামকেশকে। কিন্তু রামকেশ সেগুলি তাঁর ফোন এবং ল্যাপটপে রেখে দেন। মুছে দিতে অস্বীকার করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৬:৩৮
Share:

ইউপিএসসি পরীক্ষার্থীকে খুনে অভিযুক্ত তরুণী অমৃতা চৌহান। ছবি: সমাজমাধ্যম।

দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার্থী রামকেশ মীনার হত্যাকাণ্ডে নয়া মোড়। শুধু তাঁর লিভ ইন সঙ্গী অমৃতা চৌহানের গোপন ভিডিয়ো বা ছবি নয়, নিহত যুবকের ফ্ল্যাট থেকে যে হার্ডডিস্ক উদ্ধার হয়েছে, সেখানে ১৫ জনের বেশি মহিলার গোপন ভিডিয়ো এবং ছবি পাওয়া গিয়েছে। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী পুলিশের একটি সূত্র এমনই দাবি করেছে।

Advertisement

প্রসঙ্গত, রামকেশের লিভ ইন সঙ্গী তথা তাঁকে খুনে অভিযুক্ত অমৃতা চৌহানও পুলিশের কাছে দাবি করেছেন যে, তাঁর বেশ কিছু গোপন মুহূর্তের ছবি এবং ভিডিয়ো রামকেশ নিজের মোবাইল এবং ল্যাপটপে সেভ করে রেখেছিলেন। সেগুলি মুছে দিতে বলার পরেও রামকেশ তা করেননি। রামকেশের ল্যাপটপ এবং মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছে। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার তদন্তে যুক্ত পুলিশের একটি সূত্র দাবি করেছে, রামকেশের ল্যাপটপ বাজেয়াপ্ত করা হলেও সেটি এখনও পরীক্ষা করা হয়নি। তবে তাঁর ফ্ল্যাট থেকে যে হার্ডডিস্ক পাওয়া গিয়েছে, তাতে অনেক মহিলার গোপন মুহূর্তের ছবি এবং ভিডিয়ো উদ্ধার হয়েছে। ওই সূত্রের দাবি, যে সব মহিলার ভিডিয়ো এবং ছবি হার্ডডিস্কে পাওয়া গিয়েছে, তাঁদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

ওই প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, যে ভিডিয়ো এবং ছবিগুলি উদ্ধার হয়েছে, সেগুলি সেই সব মহিলার সম্মতিতেই তোলা হয়েছে, না কি গোপনে তুলেছিলেন রামকেশ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। গত ৬ অক্টোবর দিল্লির তিমারপুরের ফ্ল্যাট থেকে ইউপিএসসি পরীক্ষার্থী রামকেশের ঝলসানো দেহ উদ্ধার হয়। তাঁকে খুনের অভিযোগ উঠেছে লিভ ইন সঙ্গী অমৃতা, তাঁর প্রাক্তন প্রেমিক সুমিত কাশ্যপ এবং সন্দীপ কুমার নামে আরও এক যুবকের বিরুদ্ধে। তাঁদের তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জেরায় অমৃতা দাবি করেছেন, তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মুছে দিতে বলেছিলেন রামকেশকে। কিন্তু রামকেশ সেগুলি তাঁর ফোন এবং ল্যাপটপে রেখে দেন। মুছে দিতে অস্বীকার করেন। তা নিয়েই রামকেশের সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement