এ কেমন বিচার: ক্ষুব্ধ প্রিয়ঙ্কা

শাহজাহানপুরের প্রসঙ্গে প্রিয়ঙ্কা লেখেন, ‘‘অভিযুক্ত নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলাও হয়নি। এটাই কি বিজেপির বিচার?’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৭
Share:

প্রিয়ঙ্কা গাঁধী। —ফাইল চিত্র

প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা শাহজাহানপুরের আইনের ছাত্রীকে গ্রেফতারের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। প্রিয়ঙ্কা এ দিন টুইটারে যোগী আদিত্যনাথের সরকারকে নিশানা করে লেখেন, ‘‘উন্নাও ধর্ষণ-কাণ্ড: নিগৃহীতার বাবাকে খুন করা হল, কাকা গ্রেফতার হলেন, জনগণের প্রবল চাপে ১৩ মাস পরে অভিযুক্ত বিধায়ক গ্রেফতার হলেন। শাহজাহানপুর ধর্ষণ-কাণ্ড: নিগৃহীতা গ্রেফতার, তাঁর পরিবারকে চাপ দেওয়া হচ্ছে।’’

Advertisement

শাহজাহানপুরের প্রসঙ্গে প্রিয়ঙ্কা লেখেন, ‘‘অভিযুক্ত নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলাও হয়নি। এটাই কি বিজেপির বিচার?’’ আজ জেলে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেন সিপিএমের দুই পলিটবুরোর সদস্য বৃন্দা কারাট এবং সুভাষিনী আলি। তাঁরা সিটের সঙ্গেও কথা বলেন।

পাশাপাশি মধ্যপ্রদেশের শিবপুরীতে প্রকাশ্যে মলত্যাগের ‘অপরাধে’ দুই দলিত বালককে পিটিয়ে খুনের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথের কাছে আর্জি জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement