ফের কেন্দ্রকে তোপ প্রিয়ঙ্কার

সোমবার টুইটে আর্থিক পরিস্থিতি নিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা বিঁধলেন কেন্দ্রীয় সরকারকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৯ ০১:০২
Share:

—ফাইল চিত্র।

বহু কারখানা বন্ধ। কাজ নেই। তবুও দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতির উন্নতিতে কেন্দ্র কিছুই করছে না। সোমবার টুইটে আর্থিক পরিস্থিতি নিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা এ ভাবেই বিঁধলেন কেন্দ্রীয় সরকারকে।

Advertisement

এর আগেও এ নিয়ে সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা। এমনকি কেন্দ্র একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করলেও সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁর সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্র।

এ দিন টুইটে তিনি বলেছেন, ‘‘অর্থনীতির শ্লথগতির জন্য মাসে ১০ দিন বহু কারখানা বন্ধ থাকছে। কারণ কোনও কাজ নেই। অর্থনীতির অবস্থা সত্যিই খারাপ। কিন্তু ইচ্ছাকৃত ভাবেই তার উন্নতির জন্য সমাধান সূত্র খোঁজার চেষ্টাই করছে না বিজেপি সরকার।’’

Advertisement

কারখানা বন্ধ থাকার খবরও টুইটে যোগ করেছেন প্রিয়ঙ্কা। তবে তিনি কোনও সংস্থার নাম না নিলেও বস্তুত, দেশের গাড়ি শিল্পের বহু কারখানা মাঝে মধ্যেই সেই পথে হাঁটছে। যেমন অশোক লেল্যান্ড এ মাসে ১৫ পর্যন্ত কারখানা বন্ধের কথা জানানোর পরে এ দিন সংস্থাটির শেয়ার দর ৫%-এরও বেশি পড়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন