অসন্তোষ অমর্ত্যের

পাঁচশো-হাজারের নোট বাতিলের সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নোট বাতিলের ভাবনা এবং যে ভাবে ‘হঠকারীর মতো’ সেটি কার্যকর করা হয়েছে— তা সরকারের ‘স্বৈরাচারী চরিত্রকেই’ প্রকট করে।

Advertisement
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০২:৫৯
Share:

পাঁচশো-হাজারের নোট বাতিলের সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নোট বাতিলের ভাবনা এবং যে ভাবে ‘হঠকারীর মতো’ সেটি কার্যকর করা হয়েছে— তা সরকারের ‘স্বৈরাচারী চরিত্রকেই’ প্রকট করে। অমর্ত্যবাবুর মতে, এর ফলে সাধারণ মানুষকে দুর্গতির মুখে ঠেলে দেওয়া হয়েছে। সব যন্ত্রণাই যে ভাল, এমন নয়। একমাত্র কালো টাকার লেনদেনে পোড়খাওয়া লোকেরাই নোট বাতিলের ফাঁদ এড়াতে সক্ষম। তিনি মনে করেন, বিদেশ থেকে কালো টাকা ফেরত আনার ঘোষণার মতো কেন্দ্রের এই পদক্ষেপও খুব সম্ভবত ব্যর্থ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন