অসমে জন্মানো ৭৭.৩ শতাংশ শিশুই রক্তাল্পতায় ভোগে। ৭২ শতাংশ আসন্নপ্রসবা মহিলার দেহেও ওই রোগ ধরা পড়ে। সে জন্যই অন্তঃস্বত্তা মহিলা এবং নবজাতকের মৃত্যুর হার দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অসমে বেশি। আজ এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক কৃষ্ণা কেম্প্রাই। তিনি জানান, অসম সরকার মহিলা এবং নবজাতক শিশুদের জন্য তেজস্বিনী প্রকল্প চালু করছে। ৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ওই অভিযান চলবে।