ছবি: সংগৃহীত।
এয়ার ইন্ডিয়ার রুগ্ণ দশা ফেরাতে সংস্থার ৫১ শতাংশ স্বত্ব বেচে দেওয়ার ভাবনা চিন্তা চলছে আগে থেকেই। এ বার এ নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব জমা পড়ল প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে। নামহীন সরকারি সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানাচ্ছে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম। তবে গোটা পরিকল্পনাটাই এখনও প্রাথমিক স্তরে রয়েছে।
এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। উল্টে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব আরএন চৌবের দাবি, এমন কোনও পরিকল্পনা সরকারের নেই। কিন্তু বিষয়টি নিয়ে কোনও রকম মন্তব্য করতে নারাজ অর্থ মন্ত্রকের মুখপাত্র ডিএস মালিক। এয়ার ইন্ডিয়ার তরফেও কিছু জানানো হয়নি।
সরকারের অন্দরের খবর, আগামী পাঁচ বছরের মধ্যে এই রুগ্ণ সংস্থার হাল ফেরাতে আগ্রহী কেন্দ্রীয় সরকার। গত এক দশক ধরেই ঋণের ভারে রীতিমতো ধুঁকছে এয়ার ইন্ডিয়া। এর মধ্যে বছর ছয়েক ধরেই করদাতাদের টাকায় সংস্থার হাল ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ৭০০ কোটি ডলারের ঋণের বোঝা। ৩৬০ কোটি ডলার কেন্দ্রীয় সাহায্য সত্ত্বেও হাল ফেরেনি। মুনাফার বদলে লোকসান বাড়তেই থাকে এয়ার ইন্ডিয়ার। এখনও পর্যন্ত সংস্থার নিট ক্ষতির পরিমাণ ৩৮৪০ কোটি টাকা।
আরও পড়ুন
বাবা-ভাইকে ধর্ষক হয়ে উঠতে প্ররোচিত করেন নারীরাই, বিতর্কে যাজক
এয়ার ইন্ডিয়ার হাল ফেরাতে সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন পরামর্শদাতাদের একাংশ। তবে মার্ক মার্টিন নামে দুবাইয়ের এক পরামর্শদাতার মতে, বিনিয়োগকারীদের মন কাড়তে প্রথমে সংস্থার ঋণের বোঝা কমাতে হবে। মার্ক বলেন, “সরকারের উচিত ঋণের বোঝা কমিয়ে সংস্থার পুনর্গঠন করা। কেবলমাত্র তার পরেই ৫১ শতাংশ শেয়ার বিক্রির জন্য বিনিয়োগকারী খোঁজা উচিত।”
গোটা বিষয়টা নিয়ে ধীরেসুস্থে এগোতে চায় সরকারও। এ নিয়ে পরিকল্পনায় যাতে খামতি না থাকে সে বিষয়ে সতর্ক পা ফেলতে চায় অর্থ মন্ত্রক।
আরও পড়ুন