রাজেনকে বিঁধে ধর্না বরাক বঙ্গের

রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাইয়ের মন্তব্যের প্রতিবাদে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শহরের শহিদ স্মারকস্থলে অবস্থান বিক্ষোভ করল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৬
Share:

রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাইয়ের মন্তব্যের প্রতিবাদে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শহরের শহিদ স্মারকস্থলে অবস্থান বিক্ষোভ করল।

Advertisement

আজ বরাক বঙ্গের হাইলাকান্দি জেলা সমিতি এই ধর্নার আয়োজন করে। বরাক বঙ্গের কর্তারা উপত্যকার বাংলা ভাষার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। বরাক বঙ্গের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি পরিতোষ দত্তের সভাপতিত্বে ওই ধর্নায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নীতীশ ভট্টাচার্য বলেন, ‘‘এক জন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে রাজেনবাবুর ওই মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।’’ তাঁর বক্তব্য, ডিমাসা রাজার আমল থেকে বৃটিশরাজ পর্যন্ত অসমে বাংলা ভাষা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ছিল। আজও তা আছে। ভাষার অধিকার বজায় রাখতে বরাকের মানুষ প্রয়োজনে ফের আন্দোলনে নামবেন বলেও তিনি মন্তব্য করেন।

প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বলেন, ‘‘রাজেনবাবু ভাষা নিয়ে রাজনীতি করছেন।’’ তিনি এ নিয়ে পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপ পালের অবস্থান স্পষ্ট করতে বলেন। ধর্নায় বরাক বঙ্গের হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক যজ্ঞেশ্বর দেব, সুকোমল পাল, হিলালউদ্দিল লস্কর, মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি ক্ষিতীশরঞ্জন পাল, মাধবী শর্মা, সামসুদ্দিন বড়লস্কর, অশোক দত্তগুপ্ত, কমরুল ইসলাম বড়ভুঁইঞা, হিবজুর রহমান, জহিরউদ্দিন লস্কর, বরাক বঙ্গের উপসভাপতি ইসাক আলি বড়ভুঁইঞা উপস্থিত ছিলেন।

Advertisement

বরাক উপত্যকায় অসমিয়াকে সরকারি ভাষা হিসেবে চালু করার পক্ষে রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাইয়ের মন্তব্যের প্রতিবাদে উত্তাল হাইলাকান্দিতে রাস্তায় নামল কংগ্রেস।

আজ হাইলাকান্দি জেলা কংগ্রেস শহরে প্রতিবাদ মিছিল বের করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকপত্র পাঠানো হয়। হাইলাকান্দি জেলা কংগ্রেসের আয়োজিত মিছিল প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের নেতৃত্বে শহর পরিক্রমা করে। মিছিল হাইলাকান্দির জেলাশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় যায়। গৌতমবাবু বলেন, ‘‘বরাকে সরকারি বাংলা ভাষার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। প্রয়োজনে বড় আন্দোলন করা হবে।’’ কংগ্রেস নেতাকর্মীরা জেলাশাসকের হাতে স্মারকপত্র দিয়ে রাজেন গোঁহাইকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। মিছিলে জেলা কংগ্রেস সভাপতি অশোক দত্তগুপ্ত, সম্পাদক সামসুদ্দিন বড়লস্কর, জেলাপরিষদ সভাপতি এনামউদ্দিন, ফকরুল ইসলাম, ইসাক আলি বড়ভুঁইঞা সামিল ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement