Girl

পাকিস্তান নিয়ে স্লোগান দেওয়ার অভিযোগ! কাশ্মীরের ছাত্রীদের হেনস্থা

ছাত্রীটি আরও জানান, ঘটনার পরই পুরো বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। খবর দেওয়া হয় পুলিশেও। ছাত্রীদের পাশাপাশি হস্টেল কর্তৃপক্ষের তরফেও পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসেই ছাত্রীদের উদ্ধার করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৬
Share:

অভিযোগ, তারা ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেছিলেন। আর এই অভিযোগে, কয়েক জন কাশ্মীরি ছাত্রীকে আটকে রাখার ঘটনা ঘটল। ঘটনাটি দেহরাদূনের একটি হস্টেলের। পাশাপাশি, ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার জন্য ছাত্রীদের ক্ষমা চাইতে হবে বলেও দাবিও তোলা হয়।

Advertisement

যদিও, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই কাশ্মীরি ছাত্রীরা। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তাঁরা। ঘটনার পরই দেহরাদূন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীরা। পুলিশি নিরাপত্তায় ছাত্রীদের মুক্ত করা হয়। দেহরাদূন পুলিশের তরফে ছাত্রীদের নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। ছাত্রীরা দেহরাদূনের ডলফিন ইনস্টিটিউটের ছাত্রী।

এক ছাত্রী জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় হঠাৎই কয়েকজন যুবক হস্টেলে চড়াও হয়। ছাত্রীটির কথায়, ‘‘ওঁরা আমাদের ক্ষমা চাইতে বলেন। তাদের অভিযোগ ছিল, আমরা নাকি পাকিস্তান জিন্দাবাদ বলেছি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন কোনও কথাই আমরা বলি নি।’’

Advertisement

আরও পড়ুন: পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিলকে শ্রদ্ধা, বেঙ্গালুরু থেকে ধৃত কলেজ ছাত্র

আরও পড়ুন: পুলওয়ামা হামলা: পাক সংগীত শিল্পীদের বয়কটের ডাক দিল রাজ ঠাকরের দল

ছাত্রীটি আরও জানান, ঘটনার পরই পুরো বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। খবর দেওয়া হয় পুলিশেও। ছাত্রীদের পাশাপাশি হস্টেল কর্তৃপক্ষের তরফেও পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসেই ছাত্রীদের উদ্ধার করেন।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement