Pulwama Terror Attack

লঞ্চপ্যাড থেকে জঙ্গি সরাচ্ছে পাকিস্তান, ভারতের হামলার ভয়েই কি এই তত্পরতা?

তবে গোয়েন্দাদের এক সূত্র বলছে, সীমান্তের এ পার হোক কিংবা ওপার, পুলওয়ামার হামলার পর দু’পারেই চরম উদ্বেগের আবহ তৈরি হয়েছে। কিন্তু সীমান্তে কোনও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়নি এখনও পর্যন্ত। সেনা সূত্রে  খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিঘাঁটিগুলো ধ্বংস করার এখন কোনও পরিকল্পনা নেই। তাদের এখন মূল লক্ষ্য পাক সেনার ঘাঁটিগুলো।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৪
Share:

—ফাইল চিত্র।

সীমান্তের লঞ্চ প্যাডগুলো থেকে জঙ্গি সরাতে শুরু করেছে পাকিস্তান। তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেনা ক্যাম্পে। সূত্রের খবর অন্তত তেমনটাই। পুলওয়ামা হামলার পরই নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছিলেন, এর প্রত্যুত্তর দেবেই ভারত। সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কোথায়, কখন, কী ভাবে প্রত্যাঘাত করা হবে। তা হলে কি হামলার আঁচ পেয়েই লঞ্চ প্যাডগুলো থেকে জঙ্গি সরাতে শুরু করল পাকিস্তান? জল্পনা শুরু হয়ে গিয়েছে তা নিয়েই।

Advertisement

মোদী বলেছিলেন, জওয়ানদের মৃত্যু বিফলে যাবে না। যারা ষড়যন্ত্র করছে তাদের শাস্তি দেবেই ভারত। অন্য দিকে, সিআরপিএফ-ও হুঁশিয়ারি দিয়েছিল, এর বদলা তারা নেবেই। ২০১৬-য় উরিতে হামলার পর সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। পাকিস্তানের মাটিতে ঢুকে গুঁড়িয়ে দিয়েছিল সীমান্ত লাগোয়া জঙ্গিদের লঞ্চ প্যাডগুলো। সেই অভিযানে বহু জঙ্গির মৃত্যুও হয়েছিল। আরও একটা সার্জিকাল স্ট্রাইক চালাতে পারে ভারত এই আশঙ্কাতেই কি পাকিস্তানের এই তত্পরতা? এ নিয়ে জোর জল্পনা চলছে।

তবে গোয়েন্দাদের এক সূত্র বলছে, সীমান্তের এ পার হোক কিংবা ওপার, পুলওয়ামার হামলার পর দু’পারেই চরম উদ্বেগের আবহ তৈরি হয়েছে। কিন্তু সীমান্তে কোনও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়নি এখনও পর্যন্ত। সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিঘাঁটিগুলো ধ্বংস করার এখন কোনও পরিকল্পনা নেই। তাদের এখন মূল লক্ষ্য পাক সেনার ঘাঁটিগুলো।

Advertisement

আরও পড়ুন: জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা তুলে নিল সরকার, তালিকায় নেই গিলানি

আরও পড়ুন: ‘হিন্দুস্তানকো রোনা চাহিয়ে’! পুলওয়ামা হামলার জঙ্গিদের বার্তা দিয়েছিল মাসুদ আজহার

পুলওয়ামায় হামলার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে ‘বদলা চাই’। ইতিমধ্যেই ভারত পাকিস্তানকে কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক বাণিজ্যেক্ষেত্রে চাপ সৃষ্টি করা শুরু করে দিয়েছে। আর শুরুটা করেছে পাকিস্তানের কাছ থেকে ‘মোস্ট ফেভারড নেশন’-এর মর্যাদা কেড়ে নিয়ে। শুধু তাই নয়, পাকিস্তান থেকে আমদানিকৃত সমস্ত জিনিসের উপর শুল্ক ২০০ শতাংশ বাড়িয়ে দিয়েছে ভারত। বড়সড় প্রত্যাঘাত করা হবে কি না, আর করলেও কী করা হবে, তা নিয়ে ভারতের অন্দরে বিস্তর জল্পনা চলছে। পুলওয়ামার হামলার একটা প্রত্যাঘাত আসতে পারে, যদি আসে কী ভাবে আসবে তা নিয়েও একটা আশঙ্কায় ভুগছে পাকিস্তান।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন