নিহত জওয়ানদের দেহবাহী বিমানে ত্রুটি

এর পরে অন্য বিমান ও হেলিকপ্টার আনা হয়। তারপরেই দেহগুলি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের উদ্দেশে রওনা দেয় বিমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০২
Share:

—ফাইল চিত্র।

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত বিহারের জওয়ানদের দেহবাহী বিমান পটনায় এসে খারাপ হয়ে গেল। প্রায় ঘন্টা খানেক পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা ও ঝাড়খণ্ডের নিহত জওয়ানদের দেহ আটকে থাকে পটনা বিমানবন্দরে। এর পরে অন্য বিমান ও হেলিকপ্টার আনা হয়। তারপরেই দেহগুলি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের উদ্দেশে রওনা দেয় বিমান।

Advertisement

পটনা বিমানবন্দরে কফিনবন্দি বিহারের দুই জওয়ান, ভাগলপুরের রতনকুমার ঠাকুর এবং পটনার সঞ্জয় সিংহের দেহে ফুল-মালায় শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী-সহ মন্ত্রিসভার সদস্যরা। হাজির ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদবও। বিমানবন্দর থেকে রতনকুমার ঠাকুরের দেহ হেলিকপ্টারে ভাগলপুর নিয়ে যাওয়া হয়। সঞ্জয় সিংহের দেহ গাড়িতে করে পটনা লাগোয়া এলাকায়, তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। পটনায় জেলাশাসক কুমার রবি এবং এসএসপি গরিমা মালিক দেহ নিয়ে পরিবারের হাতে তুলে দেন। রাস্তায় কয়েক হাজার লোক জাতীয় পতাকা নিয়ে মিছিল করেন।

রাজ্য সরকারের তরফে নিহত জওয়ানদের পরিবারকে ৩৬ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া তাঁদের সন্তানদের পড়াশোনা, মেয়েদের বিয়ে দেওয়া এবং বয়স্কদের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এ দিনই তিনি ঘোষণা করেন, জওয়ানদের পরিবারের জন্য রাজ্য সরকার নতুন নিয়ম তৈরি করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement