পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-এর অচলাবস্থা কাটানোর জন্য বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন পড়ুয়ারা এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কয়েক জন কর্তা। কিন্তু সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরোল না আজও। জট কাটাতে আগামী ৬ তারিখ নয়াদিল্লিতে ফের বৈঠকে বসবে দু’পক্ষ। প়ড়ুয়াদের বিক্ষোভ এই নিয়ে ১১২তম দিনে পড়ল। মঙ্গলবারও বৈঠকে বসেছিল দু’পক্ষ। সে দিনও সমাধান বেরোয়নি। প্রায় চার ঘণ্টার বৈঠকের পর ফলপ্রসূ সিদ্ধান্তে আসতে না পারায়, পরবর্তী বৈঠকের দিন ধার্য হয়েছে ৬ তারিখ। তবে বিক্ষোভ চলবেই বলে জানান পড়ুয়ারা।