Garbage Van

জঞ্জাল সাফাইয়ে খরচ বাঁচাতে অন্য পদক্ষেপ পুণে পুরসভার

৬৫০ টি গাড়ির মধ্যে, ১৫৩টি গাড়ির অবস্থা শোচনীয় এবং তা দ্রুত বদলানোর দরকার ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

পুণে শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ২০:২০
Share:

আগামী ৭ বছরের জন্য ২৫৭টি ময়লা তোলার গাড়ি কেনার বদলে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুণে পুরসভা। প্রতীকী ছবি।

জঞ্জাল সাফাইয়ের খরচ কমানোর কথা চিন্তা করে পুণে পুরসভা (পিএমসি) এক নতুন ঘোষণা করল শনিবার। তারা জানিয়েছে, আগামী ৭ বছরের জন্য ২৫৭টি ময়লা তোলার গাড়ি কেনার বদলে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ৩৫৩ কোটি টাকার বিনিময়ে।

Advertisement

বর্তমানে পুণে পুরসভার কাছে ৬৫০টি ময়লা তোলার গাড়ি আছে, যার মধ্যে ১৫৩টি গাড়ির বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে। নিয়ম অনুয়ায়ী সেগুলির বদলানোর সময় চলে এসেছে। সেই কারণে পুণে পুরসভা এই পদক্ষেপ নিল। এই গাড়িগুলি ৫টি জায়গা থেকে ভাড়া নেওয়া হবে, যার অনুমতি ইতিমধ্যেই পুণে পুরসভার স্ট্যান্ডিং কমিটির কতৃপক্ষ বিক্রম কুমার দিয়ে রেখেছেন।

পুণে পুরসভার জঞ্জাল বিভাগের আধিকারিক আশা রথ জানিয়েছেন, ওই ১৫৩টি গাড়ির অবস্থা শোচনীয় এবং তা দ্রুত বদলানোর দরকার ছিল। কিন্তু নতুন গাড়ি কেনার চাইতে খরচ বাঁচাতে গাড়ি ভাড়া নেওয়াকেই শ্রেয় বলে মনে করছেন কর্তৃপক্ষ।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন