Pune Rape Case

ক্যুরিয়ার ডেলিভারি এজেন্ট সেজে তথ্যপ্রযুক্তি কর্মীকে ধর্ষণ পুণেয়! ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, গত বুধবার সন্ধ্যায় পুণের কোন্ডওয়ায় একটি হাউজ়িং সোসাইটিতে ক্যুরিয়ার ডেলিভারি এজেন্ট সেজে এক যুবক আসেন। সেই সময় তথ্যপ্রযুক্তি কর্মী বাড়িতে একাই ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৭:৩৯
Share:

প্রতীকী ছবি।

ক্যুরিয়ার ডেলিভারি এজেন্ট সেজে বাড়িতে জোর করে ঢুকে তথ্যপ্রযুক্তি কর্মীকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত বুধবার সন্ধ্যায় পুণের কোন্ডওয়ায় একটি হাউজ়িং সোসাইটিতে ক্যুরিয়ার ডেলিভারি এজেন্ট সেজে এক যুবক আসেন। সেই সময় তথ্যপ্রযুক্তি কর্মী বাড়িতে একাই ছিলেন। ওই যুবক কলিং বেল বাজান। তরুণী বেরিয়ে আসতেই তাঁকে বলা হয়, একটি পার্সেল আছে। তরুণী তখন জানান, তাঁর তো কোনও পার্সেল আসার কথা নয়। ডেলিভারি এজেন্ট তখন তাঁকে দরজা খুলতে বলেন। তরুণীকে জানান, একটা সইয়ের প্রয়োজন।

অভিযোগ, তার পরই আচমকা দরজায় ধাক্কা দেন। তরুণীকে ঠেলে ভিতরে ঢুকিয়ে তাঁর চোখে পিপার স্প্রে ছিটিয়ে দেন। তার পর তরুণীকে ধর্ষণ করেন। যাওয়ার আগে তরুণীর ফোন থেকে নিজস্বী তুলে বার্তা লেখেন, ‘আবার ফিরে আসব’। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহারাষ্ট্রের অকোলার বাসিন্দা। কর্মসূত্রে পুণেয় থাকতেন। একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভাইয়ের সঙ্গে থাকতেন নির্যাতিতা। তাঁর ভাই ইঞ্জিনিয়ারিং করছেন। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় নির্যাতিতার ভাই ফ্ল্যাটে ছিলেন না।

Advertisement

অভিযুক্তকে খোঁজার জন্য ১০টি দল গঠন করা হয়েছিল বলে জানিয়েছেন জ়োন ফাইভের ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিন্দে। মহিলার ফোনে অভিযুক্তের নিজস্বীর সূত্র ধরে তল্লাশি শুরু হয়। তার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement