Pune Incident

ক্যুরিয়র ডেলিভারি বয় সেজে পুণের আবাসনে ঢুকে তরুণীকে ‘ধর্ষণ’! ‘আবার ফিরে আসব’, নিজস্বী তুলে হুমকি অভিযুক্তের

পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তরুণী জানিয়েছেন, জ্ঞান ফেরার পর তিনি দেখেন, তাঁরই ফোনে নিজস্বী তুলেছেন অভিযুক্ত। তার সঙ্গে তিন শব্দের মেসেজে লেখা হয়েছে, “আমি আবার আসব।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১১:৫৫
Share:

পরিচয় ভাঁড়িয়ে পুণের আবাসনে ঢুকে তরুণীকে ধর্ষণ করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।

‘ক্যুরিয়র ডেলিভারি বয়’ সেজে পুণের অভিজাত আবাসনে ঢুকে ধর্ষণের অভিযোগ। পুলিশের দ্বারস্থ বছর পঁচিশের তরুণী। যদিও অভিযুক্ত যুবকের এখনও খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মহারাষ্ট্রের পুণেতে ওই আবাসনে ঢোকেন অভিযুক্ত। অভিযোগ, তার পর নির্যাতিতার ফ্ল্যাটে গিয়ে বলেন, একটি পার্সেল রয়েছে। দরজার অপর প্রান্ত থেকে তরুণী জানান, এমন কোনও পার্সেলের কথা তিনি জানেন না। কিন্তু পার্সেল নিয়ে সই করে দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন অভিযুক্ত। অভিযোগ, সই করার জন্য দরজা খুলতেই তরুণীর মুখে কিছু একটা স্প্রে করে দেন ওই যুবক। তার পরেই ওই ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তরুণী জানিয়েছেন, জ্ঞান ফেরার পর তিনি দেখেন, তাঁরই ফোনে নিজস্বী তুলেছেন অভিযুক্ত। তার সঙ্গে তিন শব্দের মেসেজে লেখা হয়েছে, “আমি আবার আসব।” এই ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত ওই তরুণী। পুলিশ অবশ্য জানিয়েছে, তদন্ত চলছে। খুব শীঘ্রই অভিযুক্তকে ধরা হবে। তবে পুণের অভিজাত ওই আবাসনে আঁটসাঁট নিরাপত্তার মধ্যেও কী ভাবে অভিযুক্ত পরিচয় গোপন করে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহেই পুণেতে বছর সতেরোর এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে দুই বাইক আরোহীর বিরুদ্ধে। এই ঘটনাগুলির সঙ্গে নির্দিষ্ট কোনও চক্র যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement