Arms Recovered

পঞ্জাবে নাশকতার ছক? মজুত করা হচ্ছিল অস্ত্র, বিএসএফ-পুলিশের যৌথ তল্লাশিতে উদ্ধার পিস্তল, গ্রেনেড

পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই তারা খবর পাচ্ছিল যে, অমৃতসরে বেআইনি অস্ত্র মজুত করা হচ্ছে। বিএসএফের কাছেও খবর ছিল পঞ্জাবে বড়সড় হামলার ছক কষা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৬:৪২
Share:

পঞ্জাবের অমৃতসর থেকে উদ্ধার অস্ত্র, বিস্ফোরক। ছবি: সংগৃহীত।

পঞ্জাবের অমৃতসরের একটি গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ এবং বিএসএফ যৌথ ভাবে তল্লাশি অভিযানে নামে। সেই সময় ভারোপাল গ্রাম থেকে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করে তারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই তারা খবর পাচ্ছিল যে, অমৃতসরে বেআইনি অস্ত্র মজুত করা হচ্ছে। বিএসএফের কাছেও খবর ছিল পঞ্জাবে বড়সড় হামলার ছক কষা হচ্ছে। সেই খবর পেয়েই পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিএসএফ। দু’দিন আগেই পাঁচ বিদেশি বন্দুক এবং প্রচুর কার্তুজ-সহ এক যুবককে অমৃতসর থেকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ধৃতকে জেরা করে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়।

বৃহস্পতিবারও তল্লাশি অভিযানে নামে পুলিশ এবং বিএসএফ। গোপন সূত্রে তাদের কাছে খবর আসে ভারোপাল গ্রামে অস্ত্র মজুত করা হচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানে যায় তারা। একটি বাড়ি থেকে প্রচুর বন্দুক, পিস্তল, কার্তুজ এবং গ্রেনেড উদ্ধার হয়। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তাতে অনুমান করা হচ্ছে, রাজ্যে বড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল। কিন্তু পুলিশ এবং তাদের তৎপরতায় সেই ছক ভেস্তে দেওয়া গিয়েছে।

Advertisement

অন্য দিকে, অমৃতসরেরই অন্য একটি গ্রাম সাহোয়াল থেকে গ্রেনেড, আরডিএক্স, পিস্তল, ২২০ রাউন্ড গুলি, রিমোট কন্ট্রোল এবং ব্যাটারি চার্জার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement