Pakistani Spy Link

পেন ড্রাইভের মাধ্যমে পাকিস্তানের আইএসআইকে তথ্য পাচার! পঞ্জাবে ধৃত দুই

সমাজমাধ্যমে পোস্ট দিয়ে দুই সন্দেহভাজনকে আটকের খবর প্রকাশ করেছেন পঞ্জাব পুলিশের ডিজি। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, পাকিস্তানের আইএসআই আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল গুরপ্রীতের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৪:৩০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগসাজশের অভিযোগে পঞ্জাবে দু’জনকে আটক করেছে অমৃতসর গ্রামীণ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গুরপ্রীত সিংহ ওরফে গোপী ফোজি এবং সাহিল মাসিহ ওরফে শানি। অভিযোগ, পাক গুপ্তচরদের পেন ড্রাইভের মাধ্যমে তথ্য পাচার করতেন তাঁরা।

Advertisement

সমাজমাধ্যমে পোস্ট দিয়ে দুই সন্দেহভাজনকে আটকের খবর প্রকাশ করেছেন পঞ্জাব পুলিশের ডিজি। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, পাকিস্তানের আইএসআই আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল গুরপ্রীতের। তদন্তকারীদের সন্দেহ, পেনড্রাইভের মাধ্যমে পাকিস্তানি গুপ্তচরদের তথ্য পাচার করতেন তিনি। আইএসআইয়ের যে ‘হ্যান্ডলার’-এর সঙ্গে তাঁদের যোগ ছিল, তাঁর নামা রানা জাভেদ। এ কথা জানিয়েছে পঞ্জাব পুলিশের ডিজি। তিনি নিজের পোস্টে আরও জানিয়েছেন, মূলত দু’টি মোবাইলের মাধ্যমে ধৃতেরা পাকিস্তানি চরদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সেই দু’টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা এখন খতিয়ে দেখছে পঞ্জাব পুলিশ।

শনিবার একটি মাদক পাচার চক্রের হদিস পেয়েছে অমৃতসর গ্রামীণ পুলিশ। ওই চক্রটি পাকিস্তান থেকে এ দেশে মাদক পাচার করত। চক্রের দুই পাণ্ডা লভপ্রীত সিংহ এবং বলবিন্দর সিংহকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হোয়াট্‌‌সঅ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন ধৃতেরা। ৬.১৫ কেজি হেরোইন, অস্ত্র, নগদও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement