Pahalgam Terror Attack

পঞ্জাবেও সক্রিয় স্লিপার সেল? ঘন জঙ্গল থেকে গ্রেনেড, আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সেনা-পুলিশের যৌথ দল

গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জন ভারতীয়ের মৃত্যু হয়। ওই হামলার পর থেকেই জঙ্গি ও তাদের সহযোগীদের খুঁজতে গোটা উপত্যকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১১:৫৮
Share:

(বাঁ দিকে) পুলিশের অভিযান। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক (ডান দিকে) ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারতের সীমান্তবর্তী এলাকায় টহল বাড়িয়েছে সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু স্থানীয় জঙ্গির বাড়ি। সেই আবহেই এ বার পঞ্জাবে জঙ্গিদের গোপন ঘাঁটির খোঁজ পেল পুলিশ। মঙ্গলবার সকালে পঞ্জাবের ঘন জঙ্গলে জঙ্গিদের ওই আস্তানার খোঁজ পাওয়া গিয়েছে। সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে পঞ্জাবের ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে ওই ঘাঁটির খোঁজ মিলেছে। অভিযানে দু’টি রকেট-চালিত গ্রেনেড, দু’টি বিস্ফোরক ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং পাঁচটি পি-৮৬ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ওই আস্তানা থেকে যোগাযোগের একটি অয়্যারলেস ডিভাইসও উদ্ধার করেছে সেনা ও পুলিশের যৌথ দল।

রাজ্যের ডিজিপি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পহেলগাঁও হামলার পর থেকেই পঞ্জাবে সক্রিয় হয়েছে ‘স্লিপার সেল’। মূলত স্থানীয়দের নিয়ে তৈরি হয় এই সেল। পুলিশ ও সেনার গতিবিধি নিয়ে জঙ্গিদের তথ্য দেওয়া, জঙ্গিদের খাবার, প্রয়োজনীয় জিনিসপত্রও জোগান দেওয়া— এ সবই এই সেলের কাজ। মনে করা হচ্ছে, এই স্লিপার সেলের আচমকা সক্রিয়তার নেপথ্যে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসেরও যোগ থাকতে পারে।

Advertisement

গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জন ভারতীয়ের মৃত্যু হয়। ওই হামলার পর থেকেই জঙ্গি এবং তাদের সহযোগীদের খুঁজতে গোটা উপত্যকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। গত কয়েক দিনে স্থানীয় জঙ্গিদের বেশ কয়েক জনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শ’খানেক সন্দেহভাজনকে। তবে জঙ্গিদের খোঁজ মেলেনি। সেই আবহেই এ বার পঞ্জাবে মিলল জঙ্গিদের আস্তানার খোঁজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement