Punjab Woman Constable

কয়েক কোটি টাকার বাড়ি, ঘুরে বেড়ান বিলাসবহুল গাড়িতে! আয়-বহির্ভূত সম্পত্তির মামলায় পঞ্জাবে ধৃত মহিলা কনস্টেবল

গত মাসে মাদক-সহ ধরা পড়েছিলেন আমনদীপ। তাঁর গাড়ি থেকে ১৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল। তার পরই তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৮:১৮
Share:

ধৃত কনস্টেবল আমনদীপ কউর। ছবি: সংগৃহীত।

মাদক-সহ ধরা পড়ায় আগেই তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ বার আয়-বহির্ভূত সম্পত্তির মামলায় গ্রেফতার করা হল পঞ্জাব পুলিশের মহিলা কনস্টেবল আমনদীপ কউরকে। সোমবার তাঁকে গ্রেফতার করে রাজ্যের মাদকবিরোধী টাস্ক ফোর্স (এএনটিএফ)। ইতিমধ্যেই তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ভাতিন্ডায় আমনদীপের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। প্রায় ১ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেই বাড়ি। এ ছাড়াও ভাতিন্ডার ড্রিম সিটিতে ১৯ লক্ষ টাকা দিয়ে জমি কিনেছেন। আমনদীপের শখ বিলাসবহুল গাড়ি, বাইক চড়ার। দামি ঘড়ি এবং প্রসাধনী ব্যবহার করারও শখ রয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, আমনদীপের বাড়ি থেকে একটি বিলাসবহুল গাড়ি, কয়েক লক্ষ টাকা দামের একটি বাইক, এক লক্ষ টাকা দামের একটি হাতঘড়ি, ৫৬ হাজার টাকার তিনটি ফোন উদ্ধার হয়েছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ টাকা।

গত মাসে মাদক-সহ ধরা পড়েছিলেন আমনদীপ। তাঁর গাড়ি থেকে ১৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল। তার পরই তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। আমনদীপের বিরুদ্ধে মাদক আইনে মামলা চলছিল। তার মধ্যেই এই কনস্টেবলের বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে। সেই মামলায় সোমবার তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement