প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
ফল প্রকাশের এগারো দিনের মাথায়, সম্ভবত আগামিকাল দিল্লির মুখ্যমন্ত্রী বেছে নিতে চলেছেন বিজেপি নেতৃত্ব। সূত্রের মতে, বিজেপির পরিষদীয় দল কাল এ নিয়ে বৈঠকে বসবে। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও প্রবল অনিশ্চয়তা রয়েছে দলের মধ্যে।
সূত্রের মতে, পুরুষদের মধ্যে অরবিন্দ কেজরীওয়ালকে হারানো জাঠ নেতা প্রবেশ বর্মা এবং মহিলাদের মধ্যে বণিক সমাজের প্রতিনিধি রেখা গুপ্ত দৌড়ে এগিয়ে রয়েছেন। রেখা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠান বিকালে হওয়ার কথা থাকলেও, বিজেপি সূত্রে জানানো হয়েছে পরশু সকাল এগারোটা নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছাড়াও বিভিন্ন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী এবং এনডিএ নেতারা উপস্থিত থাকবেন। সূত্রের দাবি, সব মিলিয়ে প্রায় ত্রিশ হাজার মানুষ দিল্লিতে বিজেপির ক্ষমতায় ফেরার সাক্ষী থাকতে চলেছেন। নিজস্ব সংবাদদাতা
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে