Jaipur Car Accident

রাজস্থানে পথচারীদের ভিড়ে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন মত্ত চালক! চাপা দিলেন ১৫ জনকে, মৃত এক, সঙ্কটজনক চার

পুলিশ সূত্রে খবর, একটি এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তার পর সেটি ফুটপাথে উঠে গিয়ে একের পর এক পথচারীকে চাপা দিতে দিতে এগিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১০:৪৬
Share:

দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

রাজস্থানের জয়পুরে পথচারীদের ভিড়ে গাড়ি চালিয়ে দিলেন মত্ত চালক। তার জেরে ১৫ জন চাপা পড়লেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। আহত হয়েছেন ১৪ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি শুক্রবার রাতের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, একটি অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তার পর সেটি ফুটপাথে উঠে গিয়ে একের পর এক পথচারীকে চাপা দিতে দিতে এগিয়ে যায়। তার পর রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মেরে সেটিকে ৩০ মিটার হিঁচড়ে নিয়ে যায়। রাস্তার পাশে দাঁড় করানো বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার পর সেই গাড়িটি একটি গাছে গিয়ে ধাক্কা মেরে থেমে যায়। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়।

স্থানীয়েরাই আহতদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রমেশ বৈরওয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িতে চার জন ছিলেন। প্রত্যেকেই ছিলেন মত্ত অবস্থায়। এই ঘটনার পরই তিন জন পালিয়ে যান। তবে স্থানীয়েরা এক জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ধৃতের নাম দীনেশ রনওয়ান। তিনি চুরুর বাসিন্দা। গাড়িটি চালাচ্ছিলেন দীনেশই, এমনটাই জানতে পেরেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে। আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিংহ খিমসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement