সঙ্ঘের ফুলপ্যান্ট, কৃতিত্ব দাবি লালুর

চলতি বছরের বিজয়া দশমী থেকে নিজেদের সাংগঠনিক পোশাকে পরিবর্তন এনেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। খাকি হাফপ্যান্টের জায়গা নিয়েছে ঘন-খাকি রঙের ফুলপ্যান্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০৩:০৯
Share:

চলতি বছরের বিজয়া দশমী থেকে নিজেদের সাংগঠনিক পোশাকে পরিবর্তন এনেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। খাকি হাফপ্যান্টের জায়গা নিয়েছে ঘন-খাকি রঙের ফুলপ্যান্ট। কয়েক মাস আগে আরএসএসের পোশাক-পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণার পর তার কৃতিত্ব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী নিজেই দাবি করেছিলেন। এ বার তাঁর স্বামী লালুপ্রসাদও সেই কৃতিত্বে ভাগ বসালেন।

Advertisement

গত কালই সঙ্ঘের সদর দফতর নাগপুরে স্বয়ংসেবকদের জমায়েতে এই নয়া পোশাক আনুষ্ঠানিক ভাবে চালু হল। আর আজ লালু তাঁর টুইটারে লিখলেন, ‘‘অবশেষে আরএসএসকে ফুলপ্যান্ট পরিয়ে দিলাম। রাবড়িদেবী ঠিকই বলতেন, ওদের সংস্কৃতির জ্ঞান নেই, লজ্জা নেই। বুড়ো লোকেরাও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়।’’ উল্লেখ্য, সঙ্ঘের সমালোচনা করতে গিয়ে রাবড়ী দেবী এক প্রকাশ্য জনসভায় কথাগুলি বলেছিলেন। রাবড়ীর প্রশ্ন করেছিলেন, ‘‘আরএসএসের বয়স্ক নেতারা নেতারা প্রকাশ্যে হাফপ্যান্ট পরে ঘুরে বেড়ান। তাঁদের লজ্জা করে না?’’ তবে রাবড়ীর ‘কপিরাইট’-এ সরাসরি লালু ভাগ বসানোয় কানাঘুষো হচ্ছে আরজেডির অন্দরেই।

টুইটারে লালু আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘‘এখন শুধু হাফ থেকে ফুলপ্যান্ট করেছি। এর পরে মনের পরিবর্তন করেও ফুল করব। প্যান্ট নয়, চিন্তাতেও পরিবর্তন করাব। হাতিয়ার ফেলতেও বাধ্য করব। বিষ ছড়াতে দেব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement