রাধে মা-র জন্য প্রকাশ্যে হাতাহাতি!

স্বঘোষিত ধর্মগুরু রাধে মাকে নিয়ে এর আগে বিতর্ক অনেক হয়েছে। কিন্তু, প্রকাশ্যে হাতাহাতি বোধহয় এই প্রথম! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন শো-এর আলোচনার বিষয় ছিলেন রাধে মা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১২
Share:

এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

স্বঘোষিত ধর্মগুরু রাধে মাকে নিয়ে এর আগে বিতর্ক অনেক হয়েছে। কিন্তু, প্রকাশ্যে হাতাহাতি বোধহয় এই প্রথম!

Advertisement

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন শো-এর আলোচনার বিষয় ছিলেন রাধে মা। সেখানে আলোচনার জন্য ছিলেন হিন্দু মহাসভার স্বঘোষিত ধর্মগুরু ওমজি মহারাজ এবং জ্যোতিষী রাখি বাঈ। আলোচনা কিছুটা এগোতেই সবাইকে চমকে দিয়ে প্রথমে ওমজিকে চড় মারেন রাখি। তার পরই ওম জি তেড়ে যান রাখির দিকে। শুরু হয়ে যায় হাতাহাতি। সেই ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে।

যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত রাধে মা-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু, তাঁর যে এত ভক্ত আছেন তা কি জানা ছিল? যাঁরা রাধে মা-র বিরুদ্ধে কিছু বললেই নিজেদের কথা ভুলে হাতাহাতিতে মেতে ওঠেন! এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন দু’জনেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement