National News

‘সরকারের হয়ে ক্ষমা চাইছি’, হ্যাল-এর কর্মীদের বললেন রাহুল

কেন হ্যাল-কে ওই বরাত না দিয়ে তা দেওয়া হল অনিল অম্বানীর সংস্থাকে, তার কারণ দর্শাতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, ‘‘হ্যাল-এর কর্মীদের দক্ষতার অভাবই তার জন্য দায়ী।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ২১:২১
Share:

হ্যাল-এর কর্মীদের সঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। শনিবার, বেঙ্গালুরুতে। ছবি সৌজন্যে:টুইটার।

রাফাল প্রশ্নে তাঁদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ‘ভাতে মারা’র জন্য ‘সরকারের হয়ে’ বেঙ্গালুরুর রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। বললেন, ‘‘সরকারের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। যারা সুখোই, চেতক ও তেজস বানিয়েছে, সেই হ্যালকে বরাত না দিয়ে রাফাল বানানোর জন্য অনিল অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে ফরাসি সংস্থার সহযোগী করেছে মোদী সরকার। এর ফলে, হ্যালের কর্মীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল।’’

Advertisement

কেন হ্যাল-কে ওই বরাত না দিয়ে তা দেওয়া হল অনিল অম্বানীর সংস্থাকে, তার কারণ দর্শাতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, ‘‘হ্যাল-এর কর্মীদের দক্ষতার অভাবই তার জন্য দায়ী।’’

শনিবার বেঙ্গালুরুর গার্ডেন সিটিতে হ্যাল-এর কর্মীদের অভাব-অভিযোগের কথা শুনতে এসেছিলেন রাহুল। সেখানে একের পর এক কর্মী এসে তাঁদের উদ্বেগ, দুশ্চিন্তার কথা বলতে থাকেন।

Advertisement

আরও পড়ুন- ‘দক্ষিণ ভারত যাওয়ার থেকে পাকিস্তান যাওয়া ভাল’, ফের বিতর্কে সিধু​

আরও পড়ুন- বিজেপিকে হটাতে রাহুলের কাছে গদর​

এ দিন হ্যাল-এর কর্মীদের অভিযোগ শুনতে শুনতে কংগ্রেস সভাপতি বলেন, ‘‘যিনি আপনাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁর দক্ষতা কীসে? প্রতিরক্ষা সরঞ্জাম বানানোর ক্ষেত্রে আপনারা গত ৭০ বছর ধরে আপনাদের দক্ষতা প্রমাণ করেছেন। আপনাদের অভিজ্ঞতা রয়েছে। আপনাদের ক্ষোভ আমি বুঝতে পারছি। এর জন্য আমি সরকারের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement