সংসদে রাহুল গান্ধী। ফাইল চিত্র।
বন্দে মাতরম্-এর সার্ধশতবর্ষ নিয়ে আলোচনার শুরুতে বক্তৃতার সময় ‘বঙ্কিমদা’ বলে বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা শেষের বক্তৃতায় ‘অপশব্দ’ বলে বিরোধীদের তোপের মুখে পড়লেন অমিত শাহ।
বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসআইআর নিয়ে জবাবি বক্তৃতার শেষে ‘অপশব্দ’ বলে ফেলেছিলেন। রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে ‘অসংসদীয় শব্দ’ নিয়ে আপত্তি তোলেন। কংগ্রেসের গৌরব গগৈ শাহকে বলেন, ‘‘আপনি বাজারে দাঁড়িয়ে কথা বলছেন না।’’ এ নিয়ে বৃহস্পতিবারও বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে অমিত শাহকে।
বুধবার অমিত শাহকে নিশানা করার পরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার অভিযোগ তুলেছেন, ‘‘অমিত শাহ সংসদে ভুল শব্দ ব্যবহার করেছেন। খুবই নার্ভাস ছিলেন। মানসিক ভাবে চাপে ছিলেন। তাঁর হাত কাঁপছিল। সবাই দেখেছে। আমি ভোটার তালিকায় কারচুপি নিয়ে যে সব প্রশ্ন করেছিলাম, তার কোনও উত্তর দেননি।’’
বিজেপি সূত্রে বলা হচ্ছে, বুধবার অমিত শাহ গায়ে ১০২ ডিগ্রি জ্বর নিয়ে বক্তৃতা করেছিলেন। তাঁকে সংসদের ডাক্তাররা দেখে যান। জ্বর কমানোর ওষুধ দেন। তার পরে তিনি সংসদে বক্তৃতা করতে যান। তাঁর স্ত্রী সোনাল শাহ-ও সংসদে চলে এসেছিলেন। বুধবার তাঁর মুখে অপশব্দ নিয়ে রাহুল, গৌরবরা আপত্তি তোলার পরে অমিত শাহ নিজেই লোকসভার স্পিকারকে বলেন, ওই শব্দ যেন মুছে দেওয়া হয়। তা সংসদের নথি থেকে বাদ গিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব মন্তব্য করেছেন, ‘‘উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সবই বলতে পারেন। তবে এ সব শব্দ প্রয়োগ উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ঐক্যের প্রতীক।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে