শিখ-হিংসায় শাস্তি চান রাহুল

বিজেপি বিরোধী লড়াইয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না রাহুল গাঁধী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ০১:৫৩
Share:

রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

বিজেপি বিরোধী লড়াইয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না রাহুল গাঁধী।

Advertisement

লোকসভা ভোটের আগে শিখ বিরোধী দাঙ্গার ঘটনা তুলে লাগাতার কংগ্রেসকে নিশানা করছেন নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্ব। পাল্টা আসরে নামলেন রাহুল। দু’দিনের সংযুক্ত আরব আমিরশাহি সফরের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘১৯৮৪-র ঘটনা নিয়ে আমার অবস্থান স্পষ্ট। অভিযুক্ত যেখান থেকেই আসুন না কেন, তিনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কারও ক্ষতি করে থাকেন, তাঁর শাস্তি হওয়াই উচিত।’’ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘ভারতকে পিষে ফেলে কেউ যদি পার পেয়ে যাবেন বলে ভাবেন, আমরা তাঁদের শান্তি দেব। ১৯৮৪-র সব মামলায় যাতে ন্যায্য বিচার হয়, তার জন্য আমরা সক্রিয় হব। সুপ্রিম কোর্ট যদি স্বাধীন ভাবে কাজ করতে পারে, তা হলে দেশে যে আইনি ব্যবস্থা রয়েছে, তাতে এই ধরনের সমস্যা মেটাতে অসুবিধা হওয়ার কথা নয়।’’

এ দিন সংযুক্ত আরব আমিরশাহিতে জেবেল আলি শ্রমিক কলোনিতে প্রবাসী ভারতীয়দের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সভাপতি। সেখানে মোদীর ‘মন কি বাত’ নিয়ে খোঁচা দেন তিনি। তবে প্রধানমন্ত্রীর নাম করেননি। ওই সভায় রাহুল বলেন, ‘‘আমার মনের কথা বলতে এখানে আসিনি। আপনাদের মনের কথা শুনতে এসেছি।’’

Advertisement

লোকসভা নির্বাচনে মোদীকে হারানোকেই যে রাহুল পাখির চোখ করেছেন তা-ও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, ‘‘লড়াই শুরু হয়ে গিয়েছে... সেই লড়াইয়ে আমরা জয়ী হতে চলেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement