Rahul Gandhi

Pegasus case: পেগাসাস তদন্তে ডাক রাহুল ও অভিষেককে

‘পাবলিক নোটিস’-এ ১১ জন আবেদন জানিয়েছিলেন কমিশনের কাছে। তাঁদের মধ্যে এ-পর্যন্ত পাঁচ জনকে ডাকা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ০৭:৩৩
Share:

রাহুল গাঁধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্তত ২১ জনের কাছে নোটিস পাঠানো হয়েছে। —ফাইল চিত্র।

পেগাসাস নিয়ে রাজ্য সরকারের তৈরি তদন্ত কমিশন কাজকর্মের গতি বাড়াচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য-কে নিয়ে গঠিত এই কমিশন এখনও পর্যন্ত অন্তত ২১ জনের কাছে নোটিস পাঠিয়ে বক্তব্য জানাতে বলেছে। যাঁদের কাছে নোটিস পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর, আইপিএস অফিসার রাকেশ আস্থানা-সহ অনেকেই।

Advertisement

‘পাবলিক নোটিস’-এ ১১ জন আবেদন জানিয়েছিলেন কমিশনের কাছে। তাঁদের মধ্যে এ-পর্যন্ত পাঁচ জনকে ডাকা হয়েছে। চার জন শুনানিতে যোগ দিয়েছেন। যাঁরা এখনও উত্তর দেননি, তাঁদের আরও এক বার নোটিস পাঠানো হতে পারে বলে কমিশন সূত্রের খবর। এর পাশাপাশি সাইবার বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করছে কমিশন।

ইতিমধ্যেই ফোনে পেগাসাসের আড়ি পাতার ঘটনায় তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরেও রাজ্য সরকারের তৈরি এই কমিশন কী ভাবে কাজ চালিয়ে যেতে পারে, সেই প্রশ্ন উঠেছে। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, কমিশন তৈরির আইন মেনে রাজ্য সরকার আগেই এই কমিশন তৈরি করেছে। তাই তাদের কাজ চালাতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন