অপপ্রচারের জবাবে ক্ষমা, কৌশল রাহুলের

কংগ্রেস এটিকে রাহুলের কৌশলী চাল হিসেবেই দেখছে। দলের নেতারা বলছেন— বিভিন্ন গণমাধ্যমে রাহুলের বিরুদ্ধে যে প্রচার হচ্ছে, মেরুকরণ ছড়ানোর চেষ্টা হচ্ছে, এত দিন ধরে কংগ্রেস তা বলে আসছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০২:০৫
Share:

রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

স্টিং অপারেশনে ধরা পড়েছে, একগুচ্ছ সংবাদমাধ্যম অর্থ নিয়ে মেরুকরণ ছড়াতে রাজি। ভোটের আগে রাহুল গাঁধীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতেও তারা রাজি। তা দেখে আজ মুখ খুললেন রাহুল গাঁধী। টুইটে বললেন, ‘যাঁরা বাস্তবের মোড় ঘুরিয়ে মিথ্যা খবরের মাধ্যমে আমার বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন, তাঁদের আমি কখনও ঘৃণা করতে পারব না। তাঁদের জন্য এটি ব্যবসা। অর্থের বিনিময়ে ঘৃণা বিক্রি হতে পারে, আমি কৃতার্থ আমার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে তাঁদের জীবন চলে।’

Advertisement

কংগ্রেস এটিকে রাহুলের কৌশলী চাল হিসেবেই দেখছে। দলের নেতারা বলছেন— বিভিন্ন গণমাধ্যমে রাহুলের বিরুদ্ধে যে প্রচার হচ্ছে, মেরুকরণ ছড়ানোর চেষ্টা হচ্ছে,

এত দিন ধরে কংগ্রেস তা বলে আসছিল। ‘কোবরাপোস্ট’-এর স্টিং অপারেশনে সেটি হাতেনাতে প্রমাণ হয়েছে। আর রাহুলও টুইটে তিরটি সুকৌশলে ঘুরিয়ে দিলেন গেরুয়া শিবিরের দিকে।

Advertisement

কংগ্রেস বলছে, রাহুলের কাছে এখন পাখির চোখ হল ভোট। নরেন্দ্র মোদীকে কী ভাবে চার দিক থেকে ঘিরে দলের শক্তি বাড়ানো যায়, সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি। গত দু’দিন দিল্লিতে দলের ‘ওয়ার রুম’-এ তিনি গোটা দেশের এমন কয়েক জনকে আমন্ত্রণ জানিয়ে দেখা করছেন, যাঁরা সোশ্যাল মিডিয়ায় মোদীর বিরুদ্ধে সক্রিয়। তার মধ্যে সমাজের কয়েক জন বিশিষ্ট জনও রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement