মোদী জেলে যাবেন, দাবি রাহুলের

আগামিকালই সুপ্রিম কোর্টে রাফাল নিয়ে একগুচ্ছ জনস্বার্থ মামলার শুনানি শুরু। বাজপেয়ী সরকারের দুই মন্ত্রী যশবন্ত সিন্‌হা ও অরুণ শৌরির সঙ্গে আইনজীবী প্রশান্ত ভূষণের আর্জি, সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ০৭:৪৮
Share:

বিজেপির প্রশ্ন, রাহুল কোথা থেকে এ সব খবর পাচ্ছেন? —ফাইল চিত্র।

রাফাল নিয়ে ফের বোমা ফাটালেন রাহুল গাঁধী। দাবি করলেন, রাফাল নিয়ে এ বার ফ্রান্সেও তদন্ত শুরু হতে চলেছে। আর এ দেশে তদন্ত শুরু হলে, জেলে যাবেন খোদ প্রধানমন্ত্রী।

Advertisement

আগামিকালই সুপ্রিম কোর্টে রাফাল নিয়ে একগুচ্ছ জনস্বার্থ মামলার শুনানি শুরু। বাজপেয়ী সরকারের দুই মন্ত্রী যশবন্ত সিন্‌হা ও অরুণ শৌরির সঙ্গে আইনজীবী প্রশান্ত ভূষণের আর্জি, সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হোক।

তার এক দিন আগে আজ ইনদওরে আরও আক্রমণাত্মক হলেন কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী সব আইন ও নিয়ম ভেঙে অনিল অম্বানীকে সুবিধা পাইয়ে দিয়েছেন। আর এখন ভয় পেয়ে নিজেকে বাঁচাতে চাইছেন। তাই যে সিবিআই ডিরেক্টরকে নিজে নিয়োগ করেছিলেন, তাঁকেই রাত দুটোয় সরাতে হল। কারণ, তিনি রাফাল নিয়ে তদন্ত শুরু করতে চাইছিলেন। তদন্ত শুরু হলে প্রধানমন্ত্রী জেলে যাবেন। শুধু সময়ের অপেক্ষা। একই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘খুব সম্ভবত ফ্রান্সেও রাফালের তদন্ত শুরু হবে।’’

Advertisement

বিজেপির প্রশ্ন, রাহুল কোথা থেকে এ সব খবর পাচ্ছেন? কংগ্রেসই পিছন থেকে এ সবে ইন্ধন জোগাচ্ছে না তো? অলোক বর্মা যে রাফালের তদন্ত শুরু করতে যাচ্ছিলেন, তা-ই বা তিনি জানলেন কী করে? সিবিআই তো বলছে, রাফালের কোনও ফাইল বর্মার কাছে ছিলই না।

কংগ্রেসের যুক্তি, যশবন্ত সিন্‌হা, অরুণ শৌরিরাই বর্মার কাছে গিয়ে রাফাল নিয়ে অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু হচ্ছিল। এটি সকলেরই জানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement