রাহুলের চিঠি শুজাতের বাবাকে

সাংবাদিক শুজাত বুখারির খুনের ঘটনায় শোক জানিয়ে সোমবার তাঁর বাবা রফিউদ্দিন বুখারিকে চিঠি লিখলেন রাহুল গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০৩:১৬
Share:

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

সাংবাদিক শুজাত বুখারির খুনের ঘটনায় শোক জানিয়ে সোমবার তাঁর বাবা রফিউদ্দিন বুখারিকে চিঠি লিখলেন রাহুল গাঁধী।

Advertisement

চিঠিতে রাহুল লিখেছেন, ‘‘ঠান্ডা মাথায় শুজাতকে খুনের ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছে। সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে কাশ্মীরের পরিস্থিতি জটিল হয়েছে। এর মধ্যেই যুক্তিবাদী ভাবনা নিয়ে কাজ করছিলেন শুজাত। তবে তাঁর মৃত্যু বুঝিয়ে দিচ্ছে, জঙ্গিরা সব সময়েই এই ধরনের মানুষকে চুপ করিয়ে দিতে কতটা তৎপর।’’ রাহুলের মতে, উপত্যকায় শান্তি ফেরাতে শুজাতের অবদান মনে রাখার মতো। পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করতেও আগ্রহী ছিলেন তিনি।

এ দিনই শুজাতের খুনিদের দ্রুত গ্রেফতারির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যারা তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ১১টি সাংবাদিক সংগঠনের যৌথ মঞ্চ। শুজাতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তাঁকে ‘পাক চর’ আখ্যা দিতেও ছাড়েনি। আজ দিল্লিতে সাংবাদিকদের মঞ্চ থেকে সোশ্যাল মিডিয়ার ভূমিকারও নিন্দা করা হয়। যে সব ‘আইপি অ্যাড্রেস’ থেকে ওই প্রচার চালানো হয়েছিল, সেগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন