প্রশান্ত তামাং-এর সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।
প্রশান্ত তামাং-এর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ তাঁর অনুরাগীরা। ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। পরিবার জানিয়েছে, প্রশান্তের মৃত্যু স্বাভাবিক। গত রবিবার ‘ইন্ডিয়ান আইডল ৩’ খ্যাত গায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৭ সালে সেই রিয়্যালিটি শো-তে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। অনুরাগীর সংখ্যা ছিল অসংখ্য। এর পরে নিয়মিত নেপালি ছবিতে অভিনয় করতেন এবং দেশবিদেশে গানের অনুষ্ঠান করতেন। জীবনে নানা ওঠাপড়া থাকলেও, পরিবারকে সুরক্ষিত করে গিয়েছেন প্রশান্ত। প্রকাশ্যে তাঁর সম্পত্তির পরিমাণ।
মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যু হল তাঁর। গত বছর তাঁকে দেখা গিয়েছিল ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজ়ে। একসময়ে কলকাতা পুলিশে চাকরি করতে করতে গানের জগতে আসেন। ‘ইন্ডিয়ান আইডল ৩’-তে জয়ী হয়ে নগদ ১ কোটি টাকা এবং একটি গাড়ি পেয়েছিলেন প্রশান্ত। নিমেষে তারকা হয়ে ওঠেন তিনি। তার পরে অভিনয়ও করতেন সমান তালে। বহু নেপালি ছবিতে অভিনয় করেছেন তিনি। জানা যায়, প্রশান্তের মোট সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা। আগামী দিনে বলিউডের আরও বেশ কিছু কাজ ছিল তাঁর হাতে। তার মধ্যে অন্যতম ‘ব্যাটল অফ গলওয়ান’।
ছবি ও সিরিজ়ে অভিনয় এবং গানের অনুষ্ঠানের পাশাপাশি, বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করতেন প্রশান্ত। কিছু কিছু অনুষ্ঠানে বিশেষ উপস্থিতির জন্যও তিনি পারিশ্রমিক পেতেন। দার্জিলিং ও দিল্লিতে তাঁর বাড়ি ছিল এবং বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক ছিলেন তিনি।
রবিবার দার্জিলিংবাসী প্রশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সমাজমাধ্যমে লেখেন, “‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত ও জাতীয়স্তরে পরিচিত শিল্পীর আকস্মিক ও অকালমৃত্যুতে গভীর ভাবে শোকাহত। উনি দার্জিলিঙের ভূমিপুত্র এবং একসময়ে কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি বাংলার মানুষের কাছে বিশেষ ভাবে প্রিয় ছিলেন। ওঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।”