মোদীকে পাঁচ প্রশ্ন ফিরিয়ে দিল কংগ্রেস

বিরোধী নেতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে পাঁচটি প্রশ্ন করেছিলেন নরেন্দ্র মোদী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৩
Share:

ফাইল চিত্র।

৫৬ ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীকে আজ পাঁচটি প্রশ্ন ফিরিয়ে দিল রাহুল গাঁধীর দল।

Advertisement

বিরোধী নেতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে পাঁচটি প্রশ্ন করেছিলেন নরেন্দ্র মোদী। এক, সন্ত্রাসবাদীরা বাইরে থেকে অস্ত্র পাচ্ছে কী করে? দুই, তাদের হাতে টাকা আসছে কোথা থেকে? তিন, সন্ত্রাসবাদীরা হামলা করে পালায় কী করে? চার, আড়ি পেতে ধরা হচ্ছে না কেন? পাঁচ, বিদেশনীতি ব্যর্থ কেন? আজ কংগ্রেস সেই পাঁচ প্রশ্নই প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিয়ে বলল, এখন তাঁর হাতে সরকার থাকলেও জঙ্গি হামলা আগের থেকে কয়েক গুণ বেড়ে গেল কী করে? কোথায় গেল ৫৬ ইঞ্চি ছাতির জোর?

রাহুল গাঁধী সকালেই এআইসিসি দফতরে দলের কর্মীদের সঙ্গে কথা বলেন। পরে বৈঠক করেন জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে। মোদী জমানায় হামলা বেড়ে যাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হওয়ার নির্দেশ দেন তিনি। রাহুল টুইটে দাবি করেছেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement