সমীক্ষার ফল আর নতুন নেতৃত্বে চনমনে কংগ্রেস

রাহুলই সভাপতি, বাকি শুধু ঘোষণা

ভিড় ঠেলে কোনও মতে দফতরে পা রেখে একে একে নেতারা বললেন, ‘‘কে বলেছে, কংগ্রেস শেষ?

Advertisement

দিগন্ত বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ০৪:০৭
Share:

জয়তু: কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর মাথায় আশীর্বাদী ফুল ছোঁয়াচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার দিল্লিতে। ছবি: পিটিআই।

দিল্লিতে এআইসিসি দফতরে তখন সকাল সাড়ে ন’টা। ভিড়ের চাপে মূল ফটকটি ভেঙ্গে পড়ার জোগাড়। পুলিশ, এসপিজি দিয়েও রোখা যাচ্ছে না।

Advertisement

কোনও সাধারণ কর্মী নন। হইহই করে যাঁরা এসেছেন সকলেই কংগ্রেসের নেতা। তাঁরা ভোট দেবেন রাহুল গাঁধীকে।

ভিড় ঠেলে কোনও মতে দফতরে পা রেখে একে একে নেতারা বললেন, ‘‘কে বলেছে, কংগ্রেস শেষ? রাহুলজিকে ঘিরে উৎসাহ দেখেছেন? কঠিন সময়ে বুক চিতিয়ে দলের দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন। লিখে নিন, আগে প্রস্তাব ফেরালেও ২০১৯ সালে নরেন্দ্র মোদীকে ফুৎকারে উড়িয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন রাহুল গাঁধীই!’’

Advertisement

দলের সভাপতি নির্বাচনের মনোনয়ন পেশের আজই ছিল শেষ দিন। আর সকালে প্রণব মুখোপাধ্যায়, মনমোহন সিংহের সঙ্গে দেখা করে জ্যোতিষির দেওয়া সময় মেনে সাড়ে দশটা নাগাদ রাহুল এলেন কংগ্রেস দফতরে। কপালে লাল তিলক। যাঁর হাত থেকে দলের ভার নিচ্ছেন, সেই সনিয়া গাঁধী আগেই বাড়িতে বসে মনোনয়ন প্রস্তাবে সই করেছেন। কিন্তু এআইসিসি দফতরে মনমোহন, মীরা কুমার, শিবরাজ পাটিল থেকে সচিন পায়লট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া— প্রবীণ-নবীনের এক বিরল সংমিশ্রণ। ঐক্যের ছবি মেলে ধরে সকলেই স্বাক্ষর করলেন রাহুলের
মনোনয়ন প্রস্তাবে।

দিনের শেষে আর কারও মনোনয়নের খবর এল না। ফলে বলা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই কংগ্রেসের পরবর্তী সভাপতি হচ্ছেন রাহুল গাঁধী।

কিন্তু ঘরোয়া স্তরে সে কথা কবুল করলেও আনুষ্ঠানিক ঘোষণা আজ করল না কংগ্রেস। আগামিকাল ৮৯টি মনোনয়ন পত্রে ৮৯০ জনের স্বাক্ষর যাচাই করেই কংগ্রেস জানাবে, ভোটের দৌড়ে রাহুল একা কি না। কিন্তু রাহুলই পরের সভাপতি— সে’টি ঘোষণার জন্য কংগ্রেস অপেক্ষা করবে আগামী সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। দলের কৌশল, রাহুলের অভিষেক ঘিরে এই উৎসাহকে জিইয়ে রেখে গুজরাত ভোটে ফায়দা নেওয়া।

গুজরাতের সমীক্ষা বলছে, ভোটের দিন যত এগোচ্ছে, মোদীকে কড়া টক্কর দিচ্ছেন রাহুল। এই উৎসাহের জোয়ার গুজরাতে সঞ্চার হলে সাফল্য সময়ের অপেক্ষা বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্ব। মনমোহন তাই আজ বললেন, ‘‘রাহুল সকলের প্রিয়। সংগঠনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তাঁর মেহনতে রং বদলাচ্ছে।’’ অন্য দল থেকেও আস্থা প্রকাশ শুরু হয়েছে রাহুলের নেতৃত্বে। ফারুক আবদুল্লা বলছেন, ‘‘মেরুকরণের এই আবহে সঠিক দিশা দেখাতে রাহুলের নেতৃত্বই প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন