Rahul Gandhi

দু’মিনিট দেরিতে ঢোকার ‘শাস্তি’! মধ্যপ্রদেশের সভায় সকলের সামনেই ১০টি পুশ-আপ করে দেখালেন রাহুল

সকলের সামনেই ১০টি পুশ-আপ করে দেখিয়ে দেন কংগ্রেস নেতা। তবে রাহুল একা নন, দেরিতে আসা জেলা কংগ্রেস সভাপতিদেরও ঘাম ঝরাতে হয়েছে বলে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ২৩:০৪
Share:

এর আগে তামিলনাড়ুতে এক প্রচারসভাতেও এ ভাবে পুশ-আপ করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। — ফাইল চিত্র।

দলীয় কর্মীদের প্রশিক্ষণ শিবিরে মিনিটদুয়েক দেরিতে পৌঁছেছিলেন রাহুল গান্ধী। তা বলে ছাড় পেলেন না! দেরিতে আসার শাস্তি হিসাবে সর্বসমক্ষে ১০টি পুশ-আপ করে দেখাতে হল তাঁকে।

Advertisement

সংগঠন সৃজন অভিযান (এসএসএ)-এর অধীনে রবিবার মধ্যপ্রদেশের পাঁচমারিতে কংগ্রেসের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেওয়ার কথা ছিল রাহুলের। কিন্তু বিহারে নির্বাচনী প্রচারের পর মধ্যপ্রদেশের দলীয় সভায় যোগ দিতে সামান্য দেরি হয়ে যায় তাঁর। শিবিরে দু’মিনিট দেরিতে ঢোকেন রাহুল। তাই ‘শাস্তি’ হিসাবে ১০টি পুশ-আপ করতে বলা হয় তাঁকে। দলীয় সূত্রে খবর, রাহুল ঢুকতেই প্রশিক্ষণ শিবিরের প্রধান সচিন রাও তাঁকে বলেন, দেরিতে আসার জন্য শাস্তি পেতে হবে রাহুলকে। রাহুল জানতে চান, তাঁকে কী করতে হবে। তখন সচিন মজার ছলে উত্তর দেন, “অন্তত ১০টি পুশ-আপ দিতে হবে আপনাকে!”

তাতে রাজি হয়ে যান রাহুল। সকলের সামনেই ১০টি পুশ-আপ করে দেখিয়ে দেন কংগ্রেস নেতা। তবে রাহুল একা নন, দেরিতে আসা জেলা কংগ্রেস সভাপতিদেরও ঘাম ঝরাতে হয়েছে বলে খবর। এ বিষয়ে মধ্যপ্রদেশ কংগ্রেসের নেতা অভিনব বারোলিয়া সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘‘আমাদের নেতা রাহুল গান্ধীর জন্য এটা নতুন বা আশ্চর্যজনক কিছু নয়। আমাদের শিবিরে আমরা কঠোর ভাবে শৃঙ্খলা মেনে চলি। আমাদের দলে এমন একটি গণতন্ত্র রয়েছে, যেখানে সব সদস্যই সমান। আমাদের দল বিজেপির মতো নয়। এখানে সকলের সঙ্গে সমান আচরণ করা হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement