Tamil Nadu Murder

‘মা এবং তাঁর সমকামী সঙ্গিনী মিলে ছ’মাসের শিশুকে খুন’! তামিলনাড়ুতে দুই যুবতীকে গ্রেফতার করল পুলিশ

কেলামঙ্গলমের চিন্নাতির বাসিন্দা ধৃত দুই যুবতীর নাম এস ভারতী এবং সুমিত্রা। এর মধ্যে ২৬ বছর বয়সি ভারতী বিবাহিতা, দু’টি কন্যাও রয়েছে তাঁর। বছর কুড়ির সুমিত্রা ছিলেন তাঁরই প্রতিবেশী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৮:৫৮
Share:

শিশুখুনে ধৃত মা ও সমকামী সঙ্গিনী। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিজের ছ’মাসের শিশুকে খুন করেছিলেন মা-ই। তার পর সমকামী সঙ্গিনীকে সন্তানের নিথর দেহের ছবিও পাঠিয়েছিলেন! ওই ঘটনায় এ বার দুই যুবতীকে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেলামঙ্গলমের চিন্নাতির বাসিন্দা ধৃত দুই যুবতীর নাম এস ভারতী এবং সুমিত্রা। এর মধ্যে ২৬ বছর বয়সি ভারতী বিবাহিতা, দু’টি কন্যাও রয়েছে তাঁর। বছর কুড়ির সুমিত্রা ছিলেন তাঁরই প্রতিবেশী। ছ’মাস আগে ভারতী এক পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু গত সপ্তাহে স্তন্যপান করানোর সময় কোনও ভাবে মৃত্যু হয় শিশুটির। পরিবারেরই জমিতে কবর দেওয়া হয় শিশুটিকে।

এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সম্প্রতি ভারতীর স্বামী সুরেশের সন্দেহ হয়, তাঁর শিশুপুত্রকে খুন করা হয়েছে। অভিযোগ, স্ত্রী ভারতীর ফোন ঘাঁটতে গিয়ে ভারতী ও তাঁদেরই প্রতিবেশিনী সুমিত্রার একাধিক ঘনিষ্ঠ ছবি, মেসেজ এবং ভিডিয়ো দেখতে পান সুরেশ। এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে শুরু হয় তদন্ত। চলতি সপ্তাহে ময়নাতদন্তের জন্য শিশুটির দেহ মাটি খুঁড়ে বার করেন তদন্তকারীরা। তাতেই জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিশুটিকে।

Advertisement

এর পরেই ভারতী ও সুমিত্রাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমিত্রা ও ভারতী সমকামী সম্পর্কে ছিলেন। কিন্তু পুত্রের জন্মের পর থেকে দু’জনের মধ্যে যোগাযোগ কমতে থাকে। অভিযোগ, এক পর্যায়ে সুমিত্রা ভারতীকে বোঝান, তাঁদের সম্পর্কে শিশুটিই পথের কাঁটা। তাই তাকে খুন করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই কথা মতো গত ৪ নভেম্বর ভারতী তাঁর শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করেন। সন্তানের মৃতদেহের ছবি সঙ্গিনী সুমিত্রাকেও পাঠান তিনি। দুই যুবতীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। শনিবার দু’জনকে ধর্মপুরী কারাগারে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement