Rahul Gandhi

Rahul Gandhi: স্বর্ণমন্দিরে রাহুলের পকেটমার!

গত বৃহস্পতিবার পঞ্জাবে দলের শীর্ষ নেতাদের নিয়ে স্বর্ণমন্দিরে যান রাহুল। প্রার্থনা করার পাশাপাশি লঙ্গরেও যোগ দেন।

Advertisement

সংবাদ সংস্থা

অমৃতসর শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ০৭:৪৪
Share:

স্বর্ণমন্দিরে রাহুল গান্ধী। ফাইল চিত্র।

স্বর্ণমন্দিরে রাহুল গান্ধীর পকেটমার!

Advertisement

অন্তত তেমনই ইঙ্গিত দিয়ে কটাক্ষ করে এর পিছনে রাহুলের সঙ্গী কংগ্রেস নেতাদের দিকে আঙুল তুললেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য তথা শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর। গত বৃহস্পতিবার পঞ্জাবে দলের শীর্ষ নেতাদের নিয়ে স্বর্ণমন্দিরে যান রাহুল। প্রার্থনা করার পাশাপাশি লঙ্গরেও যোগ দেন। অকালি সাংসদ হরসিমরতের ইঙ্গিত, ওএই দিন নাকি রাহুলের পকেটমার হয়ে যায়। সেই প্রসঙ্গেই রাহুলের সঙ্গীদের দিকে আঙুল তোলেন তিনি। যাঁদের দিকে হরসিমরত আঙুল তোলেন, তাঁদের মধ্যে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী, উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিংহ রণধাওয়া এবং পঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোৎ সিংহ সিধু। এখানেই না থেমে হরসিমরতের বক্তব্য, স্বর্ণমন্দিরে যদি রাহুলের পকেটমার হয়ে থাকে, তা হলে তা সাম্প্রতিক শিখ ধর্মগ্রন্থের অবমাননার মতোই শিখদের পবিত্রতম ধর্মস্থানের বদনাম করার আরও একটি প্রচেষ্টা।

অকালি সাংসদের এই বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হতেই কংগ্রেস নেতারা জানিয়ে দিলেন, রাহুলের সাম্প্রতিক স্বর্ণমন্দির সফরে এমন কিছুই ঘটেনি। তাঁর কোনও জিনিস খোওয়াও যায়নি। মিথ্যে খবর ছড়াচ্ছেন অকালি নেতারা। অকালি সাংসদের এমন মন্তব্যের তীব্র নিন্দাও করেন কংগ্রেস নেতারা। দলের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা হরসিমরতকে কটাক্ষ করে বলেন, মোদী সরকারের মন্ত্রিসভায় সদস্য থেকে কৃষি আইনে সমর্থন করাটাই তো কৃষকদের পকেট মারার মতো! অকালি সাংসদ ভুয়ো খবর রটাচ্ছেন বলেও মন্তব্য করেন রণদীপ। রাজ্যের কংগ্রেস নেতারাও স্বর্ণমন্দিরে রাহুলের সফরে ওই ধরনের ঘটনার কথা অস্বীকার করেছেন।

Advertisement

সামনেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। কৃষি আইন ঘিরে বিজেপি-সঙ্গ ছাড়লেও খুব ভাল অবস্থায় নেই শিরোমণি অকালি দল। এই অবস্থায় অনেকেই মনে করছেন, রাহুলের বিষয়টি নিয়ে ধর্মীয় কার্ড খেলে ভোটে কিছুটা সুবিধাজনক অবস্থানে পৌঁছতে চাইছে রাজ্যের প্রাক্তন শাসক দল। আর গোটা ঘটনা অস্বীকার করার পাশাপাশি শিরোমণি অকালি দলের নেত্রী হিসেবে হরসিমরত কৌরের মোদী মন্ত্রিসভায় থেকেও কৃষি আইন নিয়ে গোড়ার দিকের নীরবতাকে খুঁচিয়ে সেই অবস্থানে ধাক্কা দিতে চাইছে শাসক কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন