বাজার-রাজনীতি, রাহুলকে প্রশ্ন লগ্নিকারীদের

১০ জনের প্রতিনিধিদলটি দিল্লি আসার আগে মুম্বইয়ে. ছিল দু’দিন। তিন দিনে মোট ১৮টি বৈঠক করেছেন তাঁরা। মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা। দিল্লিতে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে।

Advertisement

জয়ন্ত ঘোষাল

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ০৩:১১
Share:

বিশ্বের ১০ জন বিশিষ্ট লগ্নিকারী কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করে ভারতের আর্থিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করলেন|

Advertisement

২০১৪ সালের লোকসভা ভোটের পরে নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিনিয়োগকারীরা ঘন ঘন দেখা করতেন। অনেক আশায় বুক বেঁধে ছিলেন তাঁরা। ভেবেছিলেন, ব্যাঙ্কিং ও শ্রমক্ষেত্রে সংস্কার হবে। কিন্তু এখন মোদী সরকারের ৪ বছরে তাঁরা প্রথম দেখা করলেন রাহুলের সঙ্গে। জানতে চাইলেন, কী হবে ভারতীয় বাজারের ভবিষ্যৎ?

তুঘলক লেনে রাহুলের বাসভবনে গত কাল প্রায় দু’ঘণ্টা আলোচনা চলে। আমেরিকা ছাড়াও তাইওয়ান, সিঙ্গাপুর, ব্রিটেন-সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ছিলেন। রাহুল তাঁদের জানান, ২০১৯-এ সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী। আর্থিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করতে চাইছেন তাঁরা।

Advertisement

১০ জনের প্রতিনিধিদলটি দিল্লি আসার আগে মুম্বইয়ে. ছিল দু’দিন। তিন দিনে মোট ১৮টি বৈঠক করেছেন তাঁরা। মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা। দিল্লিতে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে।

বিদেশি লগ্নিকারীদের সঙ্গে দেশের শাসক ও বিরোধী নেতাদের বৈঠক হওয়া নতুন ব্যাপার নয়। মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ে কিংবা প্রধানমন্ত্রী হিসেবে নিয়মিত বৈঠক করছেন। কিন্তু রাহুল নিজে এ ব্যাপারে উৎসাহ দেখাতেন না। ফলে রাহুলের সঙ্গে এই ধরনের বৈঠক নতুন। বৈঠকে বিদেশি প্রতিনিধিরা বলেছেন, বিশেষ করে আইসিআইসিআই ব্যাঙ্ক ও নীরব মোদীর কেলেঙ্কারির পরে ভারতে লগ্নি আরও বেশি ধাক্কা খেয়েছে। শেয়ার বাজারে এর প্রভাব কী, সেটাও তাঁরা বুঝতে চান। রাহুলকে দুটি রাজনৈতিক প্রশ্ন করেন তাঁরা। এক, অর্থনীতির প্রশ্নে নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণযোগ্য না হলেও রাজনৈতিক দিক থেকে এটা কি সঠিক সিদ্ধান্ত? রাহুল জানান, দেশে ফের নোটের আকাল শুরু হয়েছে। ৫০০ ও ২০০০ টাকার নোটের মজুতদারি হচ্ছে। দুই, ২০১৯-এ মোদী সরকার চলে গিয়ে নতুন সরকার এলেও তারা কি স্থায়ী শাসন দিতে পারবে? কারণ, ভারতে এর আগে জোট সরকারের দৃষ্টান্ত সুখকর নয়। রাহুল তাঁদের বলেছেন, ‘‘সময় দ্রুত বদলাচ্ছে। কংগ্রেসের দৃঢ় বিশ্বাস, আমরা একাই সরকার গড়ব। তবে কংগ্রেস জোট সরকার গড়ার পক্ষে। ইউপিএ-র সময়েও আমরা ১০ বছর জোট সরকারকে বাঁচিয়ে রেখেছি।’’.

প্রতিনিধিদলটি ফিরে যাওয়ার আগে এক লগ্নিকারীর মন্তব্য, ‘‘রাহুলের সঙ্গে আমরা প্রথম দেখা করলাম। মনে হয়েছে, তিনি যেমনটা ভাবেন, সে ভাবেই নিজেকে প্রকাশ করেন।’’ এই বৈঠক নিয়ে রাহুল এখনও প্রকাশ্যে কোনও কথা বলেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন