Rahul Gandhi

লাদাখ সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের

গালওয়ান উপত্যকার সংঘর্ষ নিয়ে বুধবারই প্রতিক্রিয়া দেন রাজনাথ সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ১৫:২২
Share:

রাহুল গাঁধী ও নরেন্দ্র মোদী।

সোমবার রাতে লাদাখে চিনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংঘর্ষ। তার জেরে এক কর্নেল-সহ ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। বুধবার তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু ঘটনার কয়েকটা দিন পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে এখনও কোনও বার্তা আসেনি। তা নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। টুইটে রাহুলের মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৌন কেন?’’

Advertisement

সোমবার গলওয়ান উপত্যকায় লালফৌজের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ নিয়ে তোলপাড় গোটা দেশ। সীমান্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগও দানা বাঁধছে। ঘটনার দু’দিনের মাথায় প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সেনার শহিদ হওয়ার ঘটনাকে ‘বেদনাদায়ক’ বলে আখ্যা দিয়েছেন তিনি। এমন কঠিন সময়ে দেশবাসী সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে বলেও জানিয়েছেন রাজনাথ। বিরোধীরা অবশ্য লাদাখের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করছে। এ দিন সেই দাবিই টুইটে তুলে ধরেছেন রাহুল গাঁধী। ‘‘প্রধানমন্ত্রী চুপ কেন? তিনি লুকোচ্ছেন কেন?’’ এই প্রশ্ন তুলেছেন তিনি। সেই সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘যথেষ্ট হয়েছে। কী হয়েছে তা আমাদের জানা প্রয়োজন। চিন আমাদের সেনাকে হত্যা করার সাহস দেখায় কী করে? তারা কী করে আমাদের ভূখণ্ড নিয়ে নেয়?’’

রাহুলের টুইটের কিছু ক্ষণের মধ্যেই অবশ্য পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। শুক্রবার বিকেল ৫টায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইটও করা হয়েছে। বলা হয়েছে, ওই বৈঠকে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হতে চলেছে ওই বৈঠক।

Advertisement

আরও পড়ুন: চিন সীমান্তে রক্তপাত, শুক্রবার সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী​

সোমবার সন্ধ্যার পর লাদাখের গলওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-তে ভারত এবং চিনের সেনার মধ্যে সংঘর্ষ বাধে। দু’পক্ষের মধ্যে গোলাগুলি না চললেও, লাঠি, রড নিয়ে মারপিটে হতাহত হন অনেকে। মঙ্গলবার প্রথমে এক কর্নেল-সহ তিন জনের মৃত্যুর কথা বলা হয় ভারতীয় সেনার তরফে। কিন্তু রাতের দিকে ভারতীয় সেনা নিশ্চিত করে যে, সংঘর্ষে গুরুতর জখম আরও ১৭ জন সেনার মৃত্যু হয়েছে। বুধবার তার সঙ্গে আরও চার সেনা আহত হওয়ার খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

আরও পড়ুন: সেনা জওয়ানদের বলিদান ভুলবে না দেশ, শোকবার্তা প্রতিরক্ষামন্ত্রীর​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন