বিদেশে আরও সক্রিয় হতে চেষ্টা রাহুলের

প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ বজায় রেখে আসছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পরেও বিদেশে গিয়ে দেশের রাজনীতি করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০৩:০৪
Share:

পিটিআইয়ের ফাইল চিত্র।

কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে আমেরিকার সফর থেকেই মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রাহুল গাঁধী। সভাপতি হওয়ার পর এ বার পশ্চিম এশিয়া সফরে যাচ্ছেন তিনি।

Advertisement

কংগ্রেসের এক সূত্রের খবর, সংসদের অধিবেশন শেষ হতেই দুবাই ও বাহরাইন যাবেন রাহুল। আগামী রবিবারের বাহরাইন সফর মোটামুটি চূড়ান্ত হয়েছে। পরদিন প্রবাসী ভারতীয়দের সামনে বক্তৃতাও দেবেন। আমেরিকার মতো এখানেও স্যাম পিত্রোদা ফরের আয়োজন করেছেন। সে দেশের শিল্পমহলের সঙ্গেও পৃথক বৈঠক করবেন কংগ্রেস সভাপতি।

প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ বজায় রেখে আসছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পরেও বিদেশে গিয়ে দেশের রাজনীতি করতেন। সেখানেও এ বার ভাগ বসাতে চান রাহুল। আমেরিকায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েই রাহুল প্রথম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী হতে তিনি প্রস্তুত। আর সেই সফর থেকেই তাঁর আগ্রাসী অবস্থান শুধু কংগ্রেস নয়, মোড় ঘুরিয়ে দিয়েছিল গোটা দেশের রাজনীতির। রাহুলের সেই সক্রিয়তার প্রথম ছাপ গুজরাতে পড়তেই নিজের রাজ্যে প্রায় ধরাশায়ী হচ্ছিলেন নরেন্দ্র মোদী। রাহুল এ বার আরও আক্রমণাত্মক হতে চাইছেন। রাহুলের সফরের প্রেক্ষাপট তৈরি করতে কংগ্রেসের নেতারা ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় পৌঁছে গিয়েছেন। প্রবাসী ভারতীয়, শিল্পপতিদের সঙ্গেও সেরে রেখেছেন প্রাথমিক আলোচনা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন