দিদিমার সঙ্গে দেখা করতে ইতালি যাচ্ছেন রাহুল

এ দিন রাহুল টুইটারে লেখেন, ‘‘দিদিমা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে দিন কয়েকের জন্য ইতালি যাচ্ছি। ওদের সঙ্গে কিছু ভাল সময় কাটাবো বলে মুখিয়ে আছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ২০:২১
Share:

আবারও ছুটিতে যাচ্ছেন রাহুল গাঁধী। এ বার দিদিমা পাওলা মাইনো’র সঙ্গে দেখা করতে ইতালি যাচ্ছেন রাহুল। আজ নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন কংগ্রেস সহ সভাপতি। তবে এই ইতালি সফর কত দিনের, সে বিষয়ে কিছু জানাননি তিনি। রাহুলের ইতালি সফরের খবর চাউর হতেই কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় খোঁচা দিয়ে বলেন, ‘‘এ যেন শিশু গরমের ছুটিতে পিকনিক করতে যাচ্ছে।’’

Advertisement

এ দিন রাহুল টুইটারে লেখেন, ‘‘দিদিমা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে দিন কয়েকের জন্য ইতালি যাচ্ছি। ওদের সঙ্গে কিছু ভাল সময় কাটাবো বলে মুখিয়ে আছি।’’ রাহুলের ওই টুইটের পরই তাঁকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি।কটাক্ষের সুরে বিজেপি নেতা বিজয়বর্গী বলেন, ‘‘রাহুলজি দেশ বা দেশের কৃষকদের জন্য মোটেই চিন্তিত নন। তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবেন না।’’ এর পরেই তাঁকে শিশু বলে কটাক্ষ করেন।

আরও পড়ুন: মোদীর আমলে দেশে কর্মসংস্থান হয়নি, অভিযোগ রাহুলের

Advertisement

বিজেপি-র এই মন্তব্যের জবাব দিতে মাঠে নামে কংগ্রেসও। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘‘রাহুলজি তাঁর ৯৩ বছরের দিদিমাকে দেখতে যাচ্ছেন। বাবা-মা, দাদু-দিদিমাদের প্রতি যত্নশীল হওয়া ভারতীয় সংস্কৃতির সংস্কৃতির ঐতিহ্য।’’

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে বিদেশ সফরে গিয়েছিলেন রাহুল। সে বারও টুইটারে সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে ঘোষণা করেছিলেন, ‘ছুটি কাটাতে যাচ্ছি’। রাহুল এর আগে যতবারই ‘ছুটি’ কাটাতে গিয়েছেন, প্রতিক্ষেত্রেই বিজেপির নিশানার সামনে পড়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন